দুর্বিষহ হয়ে উঠেছিল জীবন, অবশেষে অভিশাপমুক্ত হলেন রিয়া
Published: 23rd, March 2025 GMT
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এলোমেলো করে দিয়েছিল প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবন। পুলিশি জেরা ও মাদক মামলায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল এই অভিনেত্রীর। হাজতবাসও করতে হয়েছে তাঁকে। দর্শক চোখে রাতারাতি নায়িকা থেকে খলনায়িকা বনে গিয়েছিলেন তিনি। সাধারণ দর্শক আর নেটা দুনিয়ার বাসিন্দারা তাঁকে কটু কথা বলতে এতটুকু দ্বিধা করেননি।
এমন সব তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর নির্দোষ প্রমাণিত হয়েছেন রিয়া। জটও খুলেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের। কিন্তু ততদিন রিয়ার অভিনয় ক্যারিয়ারে পড়েছে ভাটা। তারপরও অভিনয় জগতে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন এই অভিনেত্রী। তাই সুশান্তের মৃত্যু নিয়ে যারা তাঁকে ভুল বুঝেছিল, কটু কথায় জর্জরিত করেছে; তাদের রিয়ার কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ জানিয়েছেন নেটিজেনরা।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেননি। তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। তাঁকে প্ররাচিত করেছেন প্রেমিকা রিয়া চক্রবর্তী।
প্রয়াত অভিনেতার পরিবার ও অনুরাগীদের এমনই দাবি ছিল। সুশান্তের বাবা ও দিদির লিখিত অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালতে মামলা ওঠার পর তাদের জেল হাজতে পাঠানো হয়।
সে সময় এটাও শোনা গিয়েছিল, তিনি নিয়মিত মাদক সরবরাহ করতেন সুশান্তকে। রিয়া বারবার বলার চেষ্টা করেছেন, তিনি কোনোভাবে সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িত নন। তাঁকে মাদক সরবরাহ করার নেপথ্যেও তাঁর হাত ছিল না।
কেউ শোনেনি তাঁর কথা; বিশ্বাসও করেনি। অভিনেত্রী গারদের পেছনে আটকা পড়তেই তাঁকে বয়কট করেছিল বলিউড। সুশান্তের মৃত্যু দেশবাসীর কাছে খলনায়িকা বানিয়ে দিয়েছিল। অবশেষে শনিবার রাতে অভিশাপমুক্ত হয়েছেন রিয়া।
এদিন সিবিআই নিশ্চিত করেছে, সুশান্ত অত্মহত্যাই করেছেন। তাই রিয়া ও তাঁর ভাইয়ের ওপর থেকে যাবতীয় চার্জশিট তুলে নেওয়া হয়েছে। এদিকে সিবিআইর রিপোর্ট প্রকাশের পর নেটিজেনরা দাবি তুলেছেন, যাদের জন্য রিয়ার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, রিয়ার কাছে তাদের প্রত্যেকের ক্ষমা চাওয়া উচিত।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ওয়ালটন নিয়ে এলো নতুন ৩ মডেলের আর্ক ব্র্যান্ডের অনলাইন ইউপিএস
প্রযুক্তি-নির্ভর প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের অফিস ও শিল্প প্রতিষ্ঠানের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ওয়ালটন বাজারে নিয়ে এসেছে নতুন তিনটি অনলাইন ইউপিএস।
শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ আর্ক ব্র্যান্ডের এই অনলাইন ইউপিএস তিনটির মডেল হলো যথাক্রমে ইউওএন১, ইউওএন২ এবং ইউওএন৩। কম্পিউটার, সার্ভার, মেশিন এবং মেডিকেল যন্ত্রপাতির মতো গুরুত্বপূর্ণ সিস্টেমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রদানে ওয়ালটনের এই অনলাইন ইউপিএসগুলো আদর্শ।
উল্লেখ্য, অনলাইন ইউপিএস এমন একটি ডিভাইস যা মূলত নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই নিশ্চিত করে। এটি এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করে এবং পুনরায় এসি কারেন্টে পরিণত করে ইউপিএস এর সাথে সংযুক্ত যন্ত্রপাতিতে সরবরাহ করে। এই পুরো প্রক্রিয়াটির মাধ্যমে কোনো রকম বাধা-বিঘ্ন ছাড়াই একটি স্থিতিশীল পাওয়ার সাপ্লাই নিশ্চিত করা যায়। এজন্য ভারী প্রযুক্তিপণ্য বা প্রতিষ্ঠানের যন্ত্রাংশ নিরাপদ রাখতে ব্যবহার করা হয় অনলাইন ইউপিএস।
আরো পড়ুন:
স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা
অষ্টম রাউন্ড শেষেও শীর্ষে মিনহাজ-সুব্রত
স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা
সাত রাউন্ড শেষেও শীর্ষে মিনহাজ-সুব্রত
ওয়ালটনের আর্ক ব্র্যান্ডের নতুন ইউপিএস মডেলগুলো সরাসরি ব্যাটারি ও রেকটিফায়ার থেকে বিদ্যুৎ সরবরাহ করে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট বা ভোল্টেজ ওঠানামার কারণে সংযুক্ত ডিভাইসগুলোতে কোনো প্রভাব পড়ে না। এতে ২২০/২৩০ ভোল্টের স্থিতিশীল আউটপুট নিশ্চিত করা হয়, যা কম্পিউটার, সার্ভার, মেডিকেল যন্ত্রপাতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে।
ইউওএন১ মডেলটি ১০০০ ভোল্ট-অ্যাম্পিয়ার বা ৯০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন, যা ছোটো এবং মাঝারি পরিসরে ব্যবহারের জন্য আদর্শ। এটি অফিস এবং বাসার কম্পিউটার বা অন্যান্য যন্ত্রপাতির জন্য উপযুক্ত। ইউওএন২ মডেলটি ৩০০০ ভোল্ট-অ্যাম্পিয়ার বা ২৭০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন যা বড় প্রতিষ্ঠান বা ব্যবসায়িক ব্যবহারের জন্য উপযুক্ত। এটি একাধিক ডিভাইস পরিচালনায় সক্ষম। বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এবং ডাটা সেন্টারের জন্য উপযুক্ত ইউওএন৩ মডেলটি ৬০০০ ভোল্ট-অ্যাম্পিয়ার বা ৫৪০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন যা ভারী লোড বহনে সক্ষম। এছাড়াও ক্রেতাদের চাহিদা অনুযায়ী আরো বেশি লোডের ইউপিএসও তৈরি করে নেয়ার সুযোগ রয়েছে।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, “ওয়ালটনের নতুন এই অনলাইন ইউপিএসগুলো আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি যা গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে তাদের মূল্যবান যন্ত্রপাতি সুরক্ষিত রাখবে। উন্নতমানের ব্যাটারি, নিখুঁত ভোল্টেজ নিয়ন্ত্রণ, এলসিডি ডিসপ্লে এবং মাল্টিপল কানেক্টিভিটি অপশনের কারণে এই ইউপিএসগুলো সব ধরনের বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের জন্য আদর্শ।”
তিনি জানান, ওয়ালটনের নতুন এই ৩ মডেলের অনলাইন ইউপিএসে ১০% বিশেষ ছাড় চলছে। ইউওএন১, ইউওএন২ এবং ইউওএন৩ মডেলের অনলাইন ইউপিএসের রেগুলার মূল্য যথাক্রমে ২৯ হাজার ৭৫০, ৫৪ হাজার ৮৫০ এবং ১ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
ওয়ালটনের নতুন এই অনলাইন ইউপিএস সিরিজ এখন ওয়ালটন প্লাজা ও ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট (https://waltondigitech.com/products/power/online-ups) থেকে ক্রয় করা যাবে। প্রতিটি মডেলের সাথেই থাকছে ১ বছরের ওয়ারেন্টি যা গ্রাহকদের জন্য দিচ্ছে বাড়তি নির্ভরযোগ্যতা।
ঢাকা/অগাস্টিন সুজন/ফিরোজ