ডিজনি একটি ওপেন সোর্স ফিজিকস ইঞ্জিন তৈরি করতে এনভিডিয়া ও গুগল ডিপমাইন্ডের সঙ্গে অংশীদারত্ব করছে। ইঞ্জিনটি রোবটকে জটিল কাজ করা শেখাবে। ডিজনি তার বিভিন্ন থিম পার্কে এসব রোবটকে বিনোদন দেওয়ার জন্য ব্যবহার করবে।

এ সপ্তাহে চিপ নির্মাতা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং ব্লু নামে একটি রোবট উন্মোচন করেন। এনভিডিয়ার জিটিসি এআই সম্মেলনে এই রোবট দেখা যায়। তখন হুয়াং বলেন, ডিজনি রিসার্চ এনভিডিয়া ও গুগল ডিপমাইন্ডের সঙ্গে অংশীদারত্ব করছে। নিউটন নামের একটি ওপেন সোর্স ফিজিকস ইঞ্জিন তৈরি করা হবে। ব্লুর মতো রোবটকে জটিল কাজগুলো আরও সঠিকভাবে করতে শেখাবে সেই ইঞ্জিন। নিউটন এনভিডিয়া ওয়ার্প ফ্রেমওয়ার্কের ওপর নির্মিত হবে। ডিজনি রিসার্চ তার রোবোটিক চরিত্রকে আরও প্রাণবন্ত ও অভিব্যক্তিপূর্ণ করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করেছে। ডিজনি রিসার্চই প্রথম নিউটনকে ব্যবহার করবে। পরবর্তী প্রজন্মের বিনোদননির্ভর রোবটকে পরিচালনা করবে এই মেশিন।

গত বছরের ডিসেম্বরে গুগল ডিপমাইন্ড ও ডিজনি রিসার্চের মধ্যে প্রথম আলাপ হয় এ বিষয়ে। এ বছর নতুন ইঞ্জিনের রোবট ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড, টোকিও ডিজনিল্যান্ড ও ডিজনিল্যান্ড প্যারিসে আসবে। ডিজনি ইমাজিনার্স ২০২৩ সালে ডিজনি ইভেন্টে প্রথম রোবট প্রকাশ করেছিল। প্রদর্শনের সময় তখন তিনটি রোবট ডিজনির হলিউড স্টুডিওতে চলাফেরা করছিল। যদিও ডিজনি কয়েক দশক ধরে তার পার্কের আকর্ষণে অডিও-অ্যানিম্যাট্রনিক ফিগার ব্যবহার করে আসছে, সেখানে নতুন ড্রয়েড কোম্পানির রোবট গেমকে নতুন স্তরে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

মূল বক্তৃতার সময় হুয়াং একটি ওপেন সোর্স হিউম্যানয়েড রোবট ফাউন্ডেশনাল মডেল আইজ্যাক জিআর০০টি এন১ ঘোষণা করেন। সম্পূর্ণ কাস্টমাইজযোগ্য এই মডেলকে এনভিডিয়া প্রশিক্ষণ দিয়ে মুক্ত করবে। পরবর্তী সময়ে তা বিশ্বব্যাপী রোবোটিকস ডেভেলপারদের কাছে ছাড়া হবে। হুয়াং জিটিসি সম্মেলনে সাংবাদিকদের বলেন যে হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে রোবট কয়েক দশকের বদলে কয়েক বছরের মধ্যে কারখানার শ্রমিকদের প্রতিস্থাপন করবে। পাঁচ বছরের মধ্যে তা হতে পারে।

সূত্র: বিজনেস ইনসাইডার

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর এনভ ড য ও ড জন

এছাড়াও পড়ুন:

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র পরিষদের যাত্রা শুরু

জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্রদের গঠিত প্রথম ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের কার্যক্রম এবার বিশ্বের প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় আল আজহারেও শুরু হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) রাজধানী কায়রোর দাররাসার জামালিয়া মাঠে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে এ যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান এবং বিশেষ অতিথি হিসেবে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।

এ সময় খোমেনী ইহসান আল আজহারের বাংলাদেশী ছাত্রদের নিষ্ঠার সঙ্গে এলেম অর্জন করে দেশে ফিরে জনগণের মধ্যে ইসলামের আলো ছড়ানোর কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির কর্তব্য হিসেবে দেশে ইসলাম প্রচারে আল আজহারের গ্রাজুয়েটদের নিয়ে জাতীয় বিপ্লবী পরিষদ ব্যাপক উদ্যোগ গ্রহণ করবে।”

অনুষ্ঠানে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেজাউল কবির, যোবায়ের আহমেদ, শরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আনাস হুসাইন, নিয়াজ মাখদুম, মোহাম্মদ হাবিবুল্লাহ, সালেহ আহমেদ, নাজমুল হাসান, ইউনুস আহমেদ, নাছির উদ্দীন, মেজবাহ উদ্দীন, জাহিদ হাসান, কাওছার আহমেদ, নাজিমউদ্দীন, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আব্বাস, সাইফুল ইসলাম, ইব্রাহিম শোহান, রাকিবুল ইসলাম, আব্দুল আল মাহি, নূর আহমেদ, আসাদুজ্জামান, আবদুল কাদের, আক্তার মোক্তাদির, আরমান আহমেদ ও মুজাহিদুল ইসলাম প্রমুখ।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ