বাংলাদেশ চায়না চেম্বারের দায়িত্ব নিলেন প্রশাসক
Published: 23rd, March 2025 GMT
বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (বিসিসিসিআই) প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার এ সংগঠনে প্রশাসক দায়িত্ব নিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. নারগিস মুরশিদাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিসিসিসআই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী নারগিস মুরশিদা আজ বাণিজ্য সংগঠনটির প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, বিসিসিসিআইর কার্যনির্বাহী কমিটি সাধারণ সদস্যদের সঙ্গে সমন্বয় করে তাদের সার্বিক কার্যক্রম সম্পাদন করতে পারছে না। চলমান অস্থিরতা ও অসন্তোষের কারণে কমিটি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এ কারণে কমিটি বাতিল করে বাণিজ্য সংগঠন আইনের ১৭ ধারা মোতাবেক প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছ। নিয়োগকৃত প্রশাসক দায়িত্ব গ্রহণের ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব ণ জ য স গঠন
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন
সাতক্ষীরা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে অন্যান্যরা যারা আছেন, তারা হলেন, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, আখতারুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, আব্দুল আলিম, হাবিবুর রহমান হাবিব, শেখ তারিকুল হাসান, মাস্টার আব্দুল ওয়াহেদ, অধ্যক্ষ রইচ উদ্দিন, মো. আব্দুর রশিদ, স ম হেদায়েতুল্লাহ, জি এম লিয়াকত আলী, শেখ সিরাজুল ইসলাম, শেখ এবাদুল ইসলাম, মৃণাল কান্তি রায়, মহিউদ্দীন সিদ্দিকী, শের আলী, সোলাইমান কবির, অধ্যক্ষ শফিকুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, আব্দুর রকিব মোল্যা, ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন, নুরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আশেক এলাহী মুন্না, আসাফুর রহমান তুহিন, অধ্যাপক আতাউর রহমান ও মো. নুরুজ্জামান।
আরো পড়ুন:
হান্নান মাসউদের ওপর হামলা, রাত সাড়ে ৩টা পর্যন্ত এনসিপির বিক্ষোভ
জুলাই-আগস্টে শহীদের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ উপহার
গত ৩ ফেরুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
ঢাকা/শাহীন/বকুল