দেশে ইলন মাস্কের স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার ৯ এপ্রিল
Published: 23rd, March 2025 GMT
আগামী এপ্রিলে দেশে অনুষ্ঠিত হবে চার দিনের ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট–২০২৫’। এ বিনিয়োগ সম্মেলনে ৫০টি দেশ থেকে ৫৫০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী ও প্রতিনিধি অংশ নেবেন। এ ছাড়া ৯ এপ্রিল সম্মেলনে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট সেবা পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে।
আজ রোববার বিকেলে রাজধানীর ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামী ৭ থেকে ১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
সংবাদ সম্মেলনে বিনিয়োগ সম্মেলনের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। সম্মেলন উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এতে দেশি–বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা অংশ নেবেন।
বিনিয়োগ সম্মেলনে দেশি–বিদেশি বিনিয়োগকারীরা পরস্পরের মধ্যে যোগাযোগের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও বড় তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সুযোগ পাবেন। দল তিনটি হলো—বিএনপি, জামাোতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করা যাবে, এমন পাঁচটি খাতকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছে। খাতগুলো হচ্ছে—নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল ইকোনমি, তৈরি পোশাক ও বস্ত্র, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও হেলথকেয়ার।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে ভালো সাড়া পেয়েছেন তাঁরা। ইতিমধ্যে ৫০টি দেশ থেকে প্রায় ৫৫০ জন প্রতিনিধি নিবন্ধন করেছেন। সবচেয়ে বেশি আগ্রহ পাওয়া গেছে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান ও ভারত থেকে। এ ছাড়া প্রায় ২ হাজারের বেশি দেশি অতিথি সম্মেলনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন।
বিডা জানিয়েছে, সম্মেলনের প্রথম দুই দিন অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল বড় ব্যবসা খাতের বিনিয়োগকারীদের নিয়ে ঢাকার বাইরে একাধিক অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করা হবে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামে অবস্থিত কোরিয়ান ইপিজেড, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড) ও নারায়ণগঞ্জে অবস্থিত জাপানি অর্থনৈতিক অঞ্চল। পাশাপাশি একই সময়ে ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্টার্টআপ, বিভিন্ন বাণিজ্য সংগঠন প্রভৃতিকে নিয়ে নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে। বিনিয়োগ সম্মেলনের মূল আয়োজন অনুষ্ঠিত হবে ৯ ও ১০ এপ্রিল। ৯ এপ্রিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রধান উপদেষ্টা এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন।
আশিক চৌধুরী জানান, বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আগামী ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করা হবে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারবেন। এ ছাড়া স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হবে।
আশিক চৌধুরী বলেন, ‘আমরা মনে করছি, বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশ আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। আমরা বিদেশি বিনিয়োগকারীদের কাছে এ বার্তা দিতে চাই। বাংলাদেশের এখন যে অবস্থা, সে প্রকৃত তথ্যই তাদের দিতে চাই। তারা সশরীর দেশে এসে সেই বাস্তবতা উপলব্ধি করুক, সেটিই আমরা চাই।’
গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পরে দেশে বিনিয়োগের পরিমাণ কমেছে উল্লেখ করে সাংবাদিকেরা এ বিষয়ে জানতে চান। জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগ প্রবৃদ্ধি হয়তো স্থিতিশীল থাকবে। অর্থাৎ না বাড়লেও খুব বেশি কমবে না। তবে আগামী প্রান্তিকগুলোতে ২–৩ শতাংশ হারে বিনিয়োগ প্রবৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর ন অন ষ ঠ অবস থ
এছাড়াও পড়ুন:
এবার ভ্যানে এলাকায় ঘুরলেন সারজিস আলম
পঞ্চগড় সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী, বামনকুমার, বালিয়া, লক্ষ্মীত্থানসহ বিভিন্ন গ্রামে যান। এ সময় বাড়ি ও খেতখামারে গিয়ে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পর প্রথমবারের মতো গতকাল সোমবার নিজ জেলা পঞ্চগড়ে আসেন সারজিস আলম। প্রথমে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। সারজিস আলমের বাড়ি আটোয়ারী উপজেলায়। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে সারজিস আলমের এই ‘শোডাউন’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে।
সারজিস আলম গতকাল আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণি–পেশার সহস্রাধিক মানুষের সঙ্গে ইফতার করেন। অনুষ্ঠানের ব্যানারে উল্লেখ করা হয়, ইফতার মাহফিলটি জাতীয় নাগরিক পার্টির আটোয়ারী উপজেলার আয়োজনে করা হয়েছে। তবে এনসিপির আটোয়ারী উপজেলায় এখনো কোনো কমিটি হয়নি।
আজ সকালে সারজিস আলম ভ্যানে চড়ে নিজ বাড়ির আশপাশের গ্রামে যান। দুপুরে সারজিস আলম তাঁর ভেরিফায়েড ফেসবুকে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এবং ছবি পোস্ট করেছেন।
আরও পড়ুনউড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়িসহ ‘শোডাউন’ দিয়ে নিজ এলাকায় সারজিস আলম২১ ঘণ্টা আগেফেসবুকে ছবি পোস্ট করে সারজিস আলম লিখেছেন, ‘জীবনের প্রথম ১৭ বছর এই মাটি ও মানুষের সাথে থেকে বেড়ে উঠেছি। এখানেই যেন চিরপ্রশান্তি। সরু আইল দিয়ে হেঁটে চলা, মাচায় বসে গল্প করা, ভ্যানে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, এগুলো যেন আমাদের চিরচেনা গল্প। এই গল্পগুলো শুনতে, শোনাতে এবং বাঁচিয়ে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
আরও পড়ুনহামরা কাজ করিবা পারিলে ভোট দিবেন, নাহিলে দিবেননি : সারজিস আলম২৪ মার্চ ২০২৫ফসলের খেতে শ্রমিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। আজ মঙ্গলবার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে