জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শ্রমিক উইং’ (শ্রমিক শাখা) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। উইংয়ের প্রধান সমন্বয়কারী করা হয়েছে মাজহারুল ইসলাম ফকিরকে। পাশাপাশি উইংয়ের কো-অর্ডিনেটর কমিটির তালিকাও প্রকাশ করা হয়েছে।

আজ রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী আলেয়া খাতুন বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের শ্রমজীবী মানুষেরা এখনো ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। এই বাস্তবতায় শ্রমিকদের অধিকার আদায় ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় আমরা একসঙ্গে কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করছি।’

শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির সংবাদ সম্মেলনে শ্রমিক উইংয়ের কো-অর্ডিনেটর কমিটির তালিকা ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন মোশাররফ হোসেন, শাহ আলম, আল আমিন, মো.

আবু আবদুল্লাহ, তৌহিদুল ইসলাম, আলেয়া খাতুন (দপ্তর), সজিব ওয়াফি, সৈয়দ মোহাম্মদ সোহরাব, আবদুল বারেক ও মামুন চাকলাদার।

এ ছাড়া সংগঠক হিসেবে আছেন সজিব ইসলাম, লামিয়া ইসলাম, মো. কামরুজ্জামান, মো. সারোয়ার কামাল, মো. ফারুক হোসেন প্রমুখ। সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সমন বয়ক র এনস প র ইসল ম

এছাড়াও পড়ুন:

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র পরিষদের যাত্রা শুরু

জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্রদের গঠিত প্রথম ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের কার্যক্রম এবার বিশ্বের প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় আল আজহারেও শুরু হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) রাজধানী কায়রোর দাররাসার জামালিয়া মাঠে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে এ যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান এবং বিশেষ অতিথি হিসেবে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।

এ সময় খোমেনী ইহসান আল আজহারের বাংলাদেশী ছাত্রদের নিষ্ঠার সঙ্গে এলেম অর্জন করে দেশে ফিরে জনগণের মধ্যে ইসলামের আলো ছড়ানোর কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির কর্তব্য হিসেবে দেশে ইসলাম প্রচারে আল আজহারের গ্রাজুয়েটদের নিয়ে জাতীয় বিপ্লবী পরিষদ ব্যাপক উদ্যোগ গ্রহণ করবে।”

অনুষ্ঠানে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেজাউল কবির, যোবায়ের আহমেদ, শরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আনাস হুসাইন, নিয়াজ মাখদুম, মোহাম্মদ হাবিবুল্লাহ, সালেহ আহমেদ, নাজমুল হাসান, ইউনুস আহমেদ, নাছির উদ্দীন, মেজবাহ উদ্দীন, জাহিদ হাসান, কাওছার আহমেদ, নাজিমউদ্দীন, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আব্বাস, সাইফুল ইসলাম, ইব্রাহিম শোহান, রাকিবুল ইসলাম, আব্দুল আল মাহি, নূর আহমেদ, আসাদুজ্জামান, আবদুল কাদের, আক্তার মোক্তাদির, আরমান আহমেদ ও মুজাহিদুল ইসলাম প্রমুখ।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ