দীর্ঘ ১৭ মাস পরে ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু ইনজুরি নিয়ে দল থেকে ছিটকে গেছেন তিনি। সান্তোসে যোগ দিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিতেই নতুন ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। 

ওই ইনজুরির সময়ে তাকে বন্ধুদের নিয়ে পার্টি করতে দেখা গেছে। অভিযোগ উঠেছে, সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডিকে ওই পার্টির রাতে তিনি প্রত্যারণা করে অন্য নারীর সঙ্গে সময় কাটিয়ছেন। 

অথচ নেইমার সান্তোসে ফিরেছেন ফর্মে ফেরার আশা নিয়ে এবং ব্রাজিলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপ খেলার সংকল্প নিয়ে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপে খেলতে হলে নেইমারকে ত্যাগ স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন রোনালদো দ্য ফেনোমেনন। 

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা বলেন, ‘আমি বিশ্বাস করি নেইমার আগামী বিশ্বকাপে থাকবে। নেইমার অসাধারণ এক প্রতিভা। কিন্তু তাকে (ব্রাজিলের জন্য) নিজেকে উৎসর্গ করতে হবে। এটা (বিশ্বকাপে খেলা) তার হাতে।’ 

নেইমারের মতো ভয়াবহ সব ইনজুরি পার করেছেন ব্রাজিলের এই রোনালদোও। ১৯৯৮ বিশ্বকাপে ফাইনালে তিনি ইনজুরি নিয়ে খেলেছেন। যদিও চ্যাম্পিয়ন হতে না পারায় তার ইনজুরিকেই দায়ী করা হয়। ২০০২ বিশ্বকাপের ফাইনালেও তার ইনজুরি ছিল। ইনজুরি থেকে প্রতিপক্ষের মনোযোগ সরাতে অদ্ভূত হেয়ার স্টাইল করেছিলেন রোনালদো নাজারিও। 

নেইমারকে কী কী ত্যাগ স্বীকার করতে তা উল্লেখ করে ব্যালন ডি’অর জয়ী রোনালদো বলেন, ‘কেবল ত্যাগের বিনিময়ে সে বিশ্বকাপে যেতে পারবে। বিশ্বকাপের বাকি আর এক বছর। সে ভালো অবস্থানে থেকে বিশ্বকাপে গেলে আমাদের (ব্রাজিলের) ভালো সুযোগ আছে। সেজন্য তাকে ত্যাগ স্বীকার করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, ঠিক মতো অনুশীলন করতে হবে এবং ঘুমাতে হবে।’         

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র জ ল ফ টবল ত য গ স ব ক র করত ব শ বক প ইনজ র

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।

নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।

সম্পর্কিত নিবন্ধ