ডিএইচএস অটোস লিমিটেড, বাংলাদেশে চাঙ্গান অটোমোবাইলস এবং ডিপালের পরিবেশক, একটি দেশব্যাপী ইভি চার্জিং নেটওয়ার্ক তৈরির জন্য ক্র্যাক প্লাটুন চার্জিং সলিউশন লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে দীপালের শোরুমে এই স্বাক্ষর হয়।

ডিএইচএস অটোসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান এবং ক্র্যাক প্লাটুনের এমডি তানভীর শাহরিয়ার উৎস উভয় কোম্পানির অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন।

ডিএইচএস অটোস সম্প্রতি একটি জমকালো ইভেন্টে বিলাসবহুল ইভি ব্র্যান্ড ডিপাল লঞ্চ করেছে। এই চুক্তিটি একটি দেশব্যাপী ইভি চার্জিং নেটওয়ার্ক তৈরি করার জন্য ডিএইচএস-এর প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ।

ক্র্যাক প্লাটুনের সহযোগিতায়, ডিএইচএস অটোস-এর একটি উচ্চ-গতির ডিসি চার্জারসহ সারা বাংলাদেশে ১৭টি ইভি চার্জার রয়েছে। এপ্রিলের মধ্যে আরো দুটি ডিসি চার্জার স্থাপন করা হবে।

ঢাকা/হাসান/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপের হুমকি ট্রাম্পের

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক সত্তা হিসেবে বিবেচনা করে তার ওপর কর আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টির জন্য ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করার পর মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে এ হুমকি দিয়েছেন। 

ট্রাম্প বলেছেন, “হার্ভার্ড যদি রাজনৈতিক, আদর্শিক ও সন্ত্রাসবাদী অনুপ্রেরণা/সমর্থনমূলক ‘অসুস্থতা?’ প্রচার করতে থাকে, তাহলে তার করমুক্তির মর্যাদা হারানো উচিত এবং রাজনৈতিক সত্তা হিসেবে কর আরোপের আওতায় আনা উচিত। মনে রাখবেন, করমুক্তির মর্যাদা সম্পূর্ণরূপে জনস্বার্থে কাজ করার উপর নির্ভরশীল!” 

ক্যাম্পাসগুলোতে ইহুদি বিদ্বেষ মোকাবেলা করতে গত সপ্তাহে হার্ভার্ডকে এক গুচ্ছ দাবির একটি তালিকা পাঠানোর কথা জানিয়েছিল হোয়াইট হাউজ। এর মধ্যে হার্ভার্ডের বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি কর্মসূচি বাতিল করা, ক্যাম্পাসে বিক্ষোভে মুখোশ নিষিদ্ধ করা, যোগ্যতা-ভিত্তিক নিয়োগ ও ভর্তি সংস্কার এবং অনুষদ ও প্রশাসকদের বৃত্তির চেয়ে সক্রিয়তার প্রতি বেশি প্রতিশ্রুতিবদ্ধ থাকার ক্ষমতা হ্রাস করার মতো বিষয়গুলো ছিল।

তবে সোমবার প্রশাসনের এসব দাবি প্রত্যাখ্যান করে হার্ভার্ড বলেছে, হোয়াইট হাউজ তাদের ‘নিয়ন্ত্রণ’ করার চেষ্টা করেছে। এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো বড় বিশ্ববিদ্যালয় তাদের নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের চাপকে প্রত্যাখ্যান করলো।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ