বন্দরে যাত্রীবাহী শ্যামলী পরিবহনে তল্লাশি চালিয়ে ৩ কেঁজি গাঁজাসহ নজরুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

ধৃত মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম সুদূর খাগড়াছড়ি জেলার দিঘানালা থানার সুপারী বাগান এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক  জয়নাল আবেদীন বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৪(৩)২৫। 

ধৃত মাদক কারবারিকে উল্লেখিত মাদক মামলায় রোববার (২৩ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শনিবার (২২ মার্চ) দুপুর ২টায় বন্দর থানার মদনপুরস্থ ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী চট্রমেট্রো ব ১১-০৭৮২ নাম্বার যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে উল্লেখিত গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে অন্যান্যরা যারা আছেন, তারা হলেন, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, আখতারুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, আব্দুল আলিম, হাবিবুর রহমান হাবিব, শেখ তারিকুল হাসান, মাস্টার আব্দুল ওয়াহেদ, অধ্যক্ষ রইচ উদ্দিন, মো. আব্দুর রশিদ, স ম হেদায়েতুল্লাহ, জি এম লিয়াকত আলী, শেখ সিরাজুল ইসলাম, শেখ এবাদুল ইসলাম, মৃণাল কান্তি রায়, মহিউদ্দীন সিদ্দিকী, শের আলী, সোলাইমান কবির, অধ্যক্ষ শফিকুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, আব্দুর রকিব মোল্যা, ইঞ্জিনিয়ার আয়ুব হোসেন, নুরুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আশেক এলাহী মুন্না, আসাফুর রহমান তুহিন, অধ্যাপক আতাউর রহমান ও মো. নুরুজ্জামান।

আরো পড়ুন:

হান্নান মাসউদের ওপর হামলা, রাত সাড়ে ৩টা পর্যন্ত এনসিপির বিক্ষোভ

জুলাই-আগস্টে শহীদের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ উপহার

গত ৩ ফেরুয়ারি সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ