মাদকসেবন করিয়ে তরুণীকে নির্যাতনের অভিযোগ, লেডি বাইকার গ্রেপ্তার
Published: 23rd, March 2025 GMT
মাদকসেবন করিয়ে এক তরুণীকে নির্যাতনের অভিযোগে খুলনার আলোচিত নারী মোটরসাইকেল প্রশিক্ষক এশা শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, এশা মোটরসাইকেল প্রশিক্ষণের সঙ্গে তরুণীদের মধ্যে মাদক সরবরাহ করতেন। শনিবার এক মেয়েকে মাদকসেবন করিয়ে নির্যাতনের ফলে সে অসুস্থ হয়ে পড়েন। পরে তার পরিবারের সদস্যদের খবর দিলে তারা তরুণীকে নিয়ে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রওনা দেয়। পথে তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে এশা তর্কে জড়িয়ে পড়েন। এ সময় নৌবাহিনীর একটি টহল টিম তাকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে মামলা করেন। রোববার এশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে বিএনপির এক পক্ষের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ আরেক পক্ষের
প্রথম আলো ফাইল ছবি