ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ফের অনুষ্ঠিত হবে। তবে যারা এর আগে অংশগ্রহণ করেছেন, শুধু তারাই পরীক্ষায় বসতে পারবেন।

রবিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হওয়ার বিষয়ে মত দেন বেশিরভাগ শিক্ষক। কেউ কেউ হাইকোর্টের রায়ের আপিলের পক্ষে কথা বলেছেন। তবে সর্বসম্মতিক্রমে পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

আরো পড়ুন:

আ.

লীগ নিষিদ্ধে ‘জুলাই রিভাইভস’ কর্মসূচি

অধ্যাপক জিনাত হুদাকে গ্রেপ্তা‌রের দাবি ঢা‌বি সাদা দ‌লের 

নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, হাইকোর্টের কাছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পূনরায় পরীক্ষা নেওয়ার কথা জানানো হবে। কোন পদ্ধতিতে নেওয়া হবে, সেটা তাদের রায়ের উপর নির্ভর করছে। বিশ্ববিদ্যালয় প্রস্তাব দেবে, শুধু বিজনেস স্টাডিজের পরীক্ষার্থী যারা অংশগ্রহণ করেছেম পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারবে। এর সংখ্যা ২৭ হাজারের কিছু বেশি। এছাড়া কলা এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে না।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি ওই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন।

রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন ‍তোলা হয়। একইসঙ্গে ২০ ফেব্রুয়ারি দেওয়া ওই আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৫টায় এই ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে জানানো হয়েছিল। তবে তার আগের দিন শিক্ষার্থীর রিটের আলোকে ফলাফল প্রকাশ স্থগিত করে হাইকোর্ট।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ র য় পর ক ষ ইউন ট র

এছাড়াও পড়ুন:

ঝালকাঠিতে বাস খাদে, আহত ১৩

ঝালকাঠি সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এতে অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলার ইছানীল এলাকার ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

ঝালকাঠি সদর থানার এসআই মো. আসাদুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাসে আগুন

পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসটিতে থাকা ১৩ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়।

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ