জেমিনি দিয়ে এআই পডকাস্ট তৈরি করা যাবে
Published: 23rd, March 2025 GMT
গুগল তার এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেল জেমিনির বিনা মূল্যের সংস্করণে অডিও ওভারভিউ নামে নতুন একটি সুবিধা যুক্ত করেছে। এ সুবিধা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পডকাস্ট তৈরি করা যাবে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ডকস, পিডিএফ বা ইউটিউব ভিডিও থেকে তথ্য নিয়ে এআই হোস্টের কথোপকথনের আকারে তা শুনতে পারবেন।
গুগল জানিয়েছে, অডিও ওভারভিউ এখন আরও উন্নত হয়েছে এবং এতে ডিপ রিসার্চের ওপর ভিত্তি করে পডকাস্ট তৈরির সুবিধা যোগ করা হয়েছে। অর্থাৎ জেমিনি যে বিশদ প্রতিবেদন তৈরি করতে পারে, তা এবার দুটি এআই হোস্ট কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করবে। প্রযুক্তি প্রতিষ্ঠানটি বলছে, নতুন এই ফিচার বিশেষ করে শিক্ষার্থী ও গবেষকদের জন্য উপযোগী হবে। দীর্ঘ ও জটিল তথ্যকে সহজবোধ্য ও আকর্ষণীয় কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করা সম্ভব হবে, যা পাঠের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে। পাশাপাশি ব্যবহারকারীরা পডকাস্ট চলাকালীন যেকোনো সময় প্রশ্ন করতে পারবেন, আর এআই হোস্ট সংরক্ষিত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উত্তর দেবে।
এ ছাড়া গুগল ক্যানভাস নামে নতুন আরেকটি সুবিধা চালু করেছে। সুবিধাটি ব্যবহারকারীদের জন্য একটি ইন্টারঅ্যাকটিভ ওয়ার্কস্পেস তৈরি করবে। এতে একাধিক ব্যক্তি একসঙ্গে কাজ করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে পরিবর্তনগুলো দেখতে পাবেন। কার্যকারিতার দিক থেকে এটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির ক্যানভাস ফিচারের মতোই কাজ করবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জেমিনি দিয়ে এআই পডকাস্ট তৈরি করা যাবে
গুগল তার এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেল জেমিনির বিনা মূল্যের সংস্করণে অডিও ওভারভিউ নামে নতুন একটি সুবিধা যুক্ত করেছে। এ সুবিধা ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পডকাস্ট তৈরি করা যাবে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা গুগল ডকস, পিডিএফ বা ইউটিউব ভিডিও থেকে তথ্য নিয়ে এআই হোস্টের কথোপকথনের আকারে তা শুনতে পারবেন।
গুগল জানিয়েছে, অডিও ওভারভিউ এখন আরও উন্নত হয়েছে এবং এতে ডিপ রিসার্চের ওপর ভিত্তি করে পডকাস্ট তৈরির সুবিধা যোগ করা হয়েছে। অর্থাৎ জেমিনি যে বিশদ প্রতিবেদন তৈরি করতে পারে, তা এবার দুটি এআই হোস্ট কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করবে। প্রযুক্তি প্রতিষ্ঠানটি বলছে, নতুন এই ফিচার বিশেষ করে শিক্ষার্থী ও গবেষকদের জন্য উপযোগী হবে। দীর্ঘ ও জটিল তথ্যকে সহজবোধ্য ও আকর্ষণীয় কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করা সম্ভব হবে, যা পাঠের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলবে। পাশাপাশি ব্যবহারকারীরা পডকাস্ট চলাকালীন যেকোনো সময় প্রশ্ন করতে পারবেন, আর এআই হোস্ট সংরক্ষিত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উত্তর দেবে।
এ ছাড়া গুগল ক্যানভাস নামে নতুন আরেকটি সুবিধা চালু করেছে। সুবিধাটি ব্যবহারকারীদের জন্য একটি ইন্টারঅ্যাকটিভ ওয়ার্কস্পেস তৈরি করবে। এতে একাধিক ব্যক্তি একসঙ্গে কাজ করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে পরিবর্তনগুলো দেখতে পাবেন। কার্যকারিতার দিক থেকে এটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির ক্যানভাস ফিচারের মতোই কাজ করবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস