বিসিসিসিআইয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন নারগিস মুরশিদা
Published: 23rd, March 2025 GMT
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. নারগিস মুরশিদা। তিনি আজ রোববার আনুষ্ঠানিকভাবে চেম্বারের দায়িত্ব নেন।
চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ১৩ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক আদেশে মোছা.
বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলে, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) বর্তমান কার্যনির্বাহী কমিটি তাদের সার্বিক কার্যক্রম সাধারণ সদস্যদের সঙ্গে সমন্বয় করে করতে পারছে না। অস্থিরতা ও অসন্তোষের কারণে বিসিসিসিআইয়ের বর্তমান কার্যনির্বাহী কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সমন্বয়হীনতার কারণে বাণিজ্য সংগঠন আইন, ২০২২–এর ১৭(১) ধারা অনুযায়ী, ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবা খাতের স্বার্থে সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত না হওয়ায় কমিটি বাতিল করে সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. নারগিস মুরশিদাকে প্রশাসক নিয়োগ করা হলো।
আদেশে আরও বলা হয়, প্রশাসক দায়িত্ব নেওয়ার পর ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএসহ কয়েকটি বাণিজ্য সংগঠনের কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের একটি পক্ষ বিদ্যমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে নানা অভিযোগে নালিশ করে কমিটি বাতিলে দাবি জানিয়ে আসছিল।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ণ জ য স গঠন
এছাড়াও পড়ুন:
গাইবান্ধার সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার দিনাজপুরে আটক
দিনাজপুরে পুলিশের হাতে আটক হয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির