জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এবং তাঁর স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রোববার এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ পাঠায়।

এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে জি এম কাদের, তাঁর স্ত্রী, মেয়ে ইশরাত জাহান কাদের ও জামাতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব সম্পর্কিত সব তথ্য চেয়েছে। ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য দিতে হবে। উল্লেখ্য, মাহফুজ আহমেদ দেশের স্বনামধন্য অভিনেতা।

সিআইসির কর্মকর্তারা জানান, ওই চারজনের আয়কর নথি খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নিয়েছেন কর গোয়েন্দারা।

গত বছরের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধীদলীয় নেতা ছিলেন জি এম কাদের এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) দলীয় পদ ও প্রার্থিতার জন্য ঘুষ গ্রহণের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে জি এম কাদেরের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এম ক দ র

এছাড়াও পড়ুন:

অভিষেকে রাতুলের ফাইফার, বিজয়ের সেঞ্চুরিতে লিটনদের হার 

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলে খেলা বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সামিউন বাশির রাতুল। ব্যাট হাতেও রান করেছেন তিনি। শেরে বাংলা স্টেডিয়ামে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ ১৭২ রানের বিশাল জয় পেয়েছে।

ডিপিএলের অন্য ম্যাচে লিটন দাসদের গুলশান ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচে লিটন দাস ভালো একটা ইনিংস খেলেছেন। তবে সেঞ্চুরি করে গাজীকে জিতিয়েছেন এনামুল হক বিজয়। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২৯ রানে জিতেছে ব্রাদার্স ইউনিয়ন।

মিরপুর স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে ২৯৮ রান করে। ওপেনার তানজিদ তামিম ৫৯ বলে ৬১ রান করেন। ১১টি চার মারেন তিনি। জাকের আলী ৮৫ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। তরুণ রাতুল ৩৪ বলে তিন ছক্কা ও এক চারে ৪০ রানের ইনিংস খেলেন।

পরে রাতুল ১০ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে রূপগঞ্জ টাইগার্সকে ১২৬ রানে অলআউট করে দেন। দলটির হয়ে আব্দুল মজিদ ৪৩ রান করেন। আরিফুল ২৫ রান যোগ করেন।

বিকেএসপির ৪ নম্বর মাঠে গুলশান প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮১ রান করেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ওপেনার ও অধিনায়ক আজিজুল হাকিম ৭৬ বলে ৫৩ রান করেন। পাঁচটি চার ও একটি ছক্কা মারেন। তিনে নেমে লিটন দাস ৬২ বলে ৮৩ রানের ইনিংস খেলেন। তিনি সাতটি চারের সঙ্গে পাঁচটি ছক্কা মারেন। ইফতেখার ইফতি ২১ ও ইলিয়াস সানি ৩৮ রানের ইনিংস খেলেন।

জবাবে গাজী গ্রুপ ১৪ বল থাকতে জয় তুলে নেয়। ওপেনার এনামুল বিজয় ১৪২ বলে ১৪৪ রানের দারুণ ইনিংস খেলেন। অন্য ওপেনার সাদিকুর রহমান ৪৫ রান যোগ করেন। মিডলে দলটির ব্যাটাররা ভালো না করায় চাপে ছিল গাজী গ্রুপ। তবে এনামুল ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।

বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ন ৯ উইকেটে ২২৫ রান করে। মিজানুর রহমান ৩৪ ও জাহিদুজ্জামান ৪৭ রান করেন। সোহাগ গাজী ৪২ রানের ইনিংস খেলেন। জবাবে পারটেক্স ১৯৬ রানে অলআউট হয়। আলাউদ্দিন বাবু ৪৬ বলে ৬৮ রান করেন।       

সম্পর্কিত নিবন্ধ