প্রোস্টেট ক্যানসার পুরুষদের জন্য নীরব ঘাতক
Published: 23rd, March 2025 GMT
প্রোস্টেট ক্যানসার ছোঁয়াচে রোগ নয়। বেশির ভাগ সময়ই এই রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। যদিও অনেক ক্ষেত্রে মূত্রত্যাগে অসুবিধা ও মূত্রের সঙ্গে রক্তক্ষরণ দেখা দিতে পারে। যার কারণে প্রোস্টেট ক্যানসারকে পুরুষদের জন্য নীরব ঘাতক বলা হয়।
ইউরো–অনকোলজির প্রতিষ্ঠাতা সভাপতি ও সিইও এবং ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন ফাউন্ডেশন অব বাংলাদেশের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এ সালাম এ কথাগুলো বলেন। ‘বিশ্বমানের ক্যানসার–চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনলাইন আলোচনা অনুষ্ঠানের অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন তিনি। আলোচনা অনুষ্ঠান উপস্থাপনা করেন নাসিহা তাহসিন। ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরিতে এসকেএফ অনকোলজি এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশে প্রোস্টেট ক্যানসারের বর্তমান পরিস্থিতি, স্ক্রিনিং, সচেতনতা ও প্রতিরোধব্যবস্থা ইত্যাদি নিয়ে পরামর্শ দেন অধ্যাপক এম এ সালাম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুবদল নেতা শামীম হত্যা: সাবেক এমপি আফজাল কারাগারে
যুবদল নেতা শামীম হত্যা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের সাব-ইন্সপেক্টর ফেরদৌস আলম তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানিকালে আফজাল হোসেনকে কারাগারে পাঠানো হয়।
এ সময় আফজাল হোসেনের আইনজীবী মো. রিপন আদালতকে অবহিত করেন, তিনি একজন সাবেক সংসদ সদস্য। হত্যা মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। জানতে পেরেছি, মুল নথি নেই। এ অবস্থায় রিমান্ড শুনানি হবে কি না, সিদ্ধান্ত চাচ্ছি।
আদালত বলেন, যেহেতু মুল নথি নাই। রিমান্ড শুনানি হবে না। মুল নথি পাওয়ার পর রিমান্ড শুনানি হবে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, রবিবার মধ্য রাতে মেহেরপুর পৌর শহরের সরকারি কলেজ মোড়ের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী, ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।
ঢাকা/মামুন/এনএইচ