টি-টোয়েন্টিতে বোলারদের তুলোধুনা হওয়া তো আর নতুন কোনো গল্প নয়। আইপিএলের মতো টুর্নামেন্টে কে কোনো দিন ‘ধরা’ খেয়ে যান, কে বলতে পারে! সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আজ যেমন খেলেন জফরা আর্চার। আইপিএলে রান বিলানোর রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি।

আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০ ওভার  ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ৪ ওভার বল করে কোনো উইকেট না পাওয়া আর্চার একাই দিয়েছেন ৭৬ রান।

এত দিন আইপিএলের ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি ছিল মোহিত শর্মার। গুজরাট লায়নসের এই বোলার গত আসরেই ৪ ওভার ৭৩ রান দিয়েছিলেন, তাঁকে এবার ছাড়িয়ে গেছেন আর্চার। তালিকার তিন নম্বরে থাকা ঘটনাটা অবশ্য একটু পুরোনোই— ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭০ রান দিয়েছিলেন বিশাল থাম্পি।

ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন আর্চার। ট্রাভিস হেড ও ঈশান কিষানের সামনে ওই ওভারেই ২৩ রান দেন তিনি। এরপর আবার ১১তম ওভারে বোলিংয়ে এসে তুলনামূলক ভালো করেন আর্চার, এই ওভারে দেন ১১ রান। এক ওভার পর এসে ২২ রান দেন তিনি। ১৮তম ওভারে নিজের কোটার শেষ ওভারে এসে তিনি হজম করেন ২৩ রান।

আর্চারকে এমন তুলোধুনা করার দিনেও অবশ্য দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে পারেনি হায়দরাবাদ। নিজেদেরই গড়া গত বছরের ২৮৭ রানের চেয়ে এবার এক রান পিছিয়ে ছিল তারা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন আর চ র

এছাড়াও পড়ুন:

৪ ওভারে আর্চারের ৭৬ রান, এমনকিছু আগে দেখেনি আইপিএল

টি-টোয়েন্টিতে বোলারদের তুলোধুনা হওয়া তো আর নতুন কোনো গল্প নয়। আইপিএলের মতো টুর্নামেন্টে কে কোনো দিন ‘ধরা’ খেয়ে যান, কে বলতে পারে! সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আজ যেমন খেলেন জফরা আর্চার। আইপিএলে রান বিলানোর রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি।

আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২০ ওভার  ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ৪ ওভার বল করে কোনো উইকেট না পাওয়া আর্চার একাই দিয়েছেন ৭৬ রান।

এত দিন আইপিএলের ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটি ছিল মোহিত শর্মার। গুজরাট লায়নসের এই বোলার গত আসরেই ৪ ওভার ৭৩ রান দিয়েছিলেন, তাঁকে এবার ছাড়িয়ে গেছেন আর্চার। তালিকার তিন নম্বরে থাকা ঘটনাটা অবশ্য একটু পুরোনোই— ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৭০ রান দিয়েছিলেন বিশাল থাম্পি।

ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন আর্চার। ট্রাভিস হেড ও ঈশান কিষানের সামনে ওই ওভারেই ২৩ রান দেন তিনি। এরপর আবার ১১তম ওভারে বোলিংয়ে এসে তুলনামূলক ভালো করেন আর্চার, এই ওভারে দেন ১১ রান। এক ওভার পর এসে ২২ রান দেন তিনি। ১৮তম ওভারে নিজের কোটার শেষ ওভারে এসে তিনি হজম করেন ২৩ রান।

আর্চারকে এমন তুলোধুনা করার দিনেও অবশ্য দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে পারেনি হায়দরাবাদ। নিজেদেরই গড়া গত বছরের ২৮৭ রানের চেয়ে এবার এক রান পিছিয়ে ছিল তারা।

সম্পর্কিত নিবন্ধ

  • গোল করে আর্জেন্টিনাকে হারানোর ঘোষণা রাফিনিয়ার