সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে কাদের মোড়ল (৬৫) নামের এক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাই-ভাতিজাদের বিরুদ্ধে।

রবিবার (২৩ মার্চ) সকালে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাদের মোড়ল পাখিমারা খেয়াঘাট এলাকার মৃত খতিব আলী মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে কাদের মোড়লের সঙ্গে তার ভাই মোশারফ মোড়ল, অহেদ মোড়ল ও রফিকুল মোড়লের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রবিবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাদের মোড়লকে তার ভাই-ভাতিজারা পিটিয়ে আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

হুমায়ুন কবির মোল্যা বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শাহীন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জমি নিয়ে বিরোধে ভাই-ভাতিজার হাতে প্রতিবন্ধীর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে কাদের মোড়ল (৬৫) নামের এক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাই-ভাতিজাদের বিরুদ্ধে।

রবিবার (২৩ মার্চ) সকালে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাদের মোড়ল পাখিমারা খেয়াঘাট এলাকার মৃত খতিব আলী মোড়লের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে কাদের মোড়লের সঙ্গে তার ভাই মোশারফ মোড়ল, অহেদ মোড়ল ও রফিকুল মোড়লের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রবিবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাদের মোড়লকে তার ভাই-ভাতিজারা পিটিয়ে আহত করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • শ্যালকের ধাওয়ায় বাড়ি থেকে পালালেন, পরে নদীর চরের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার