রেসিপি অনুষ্ঠান দেখে প্রতিদিন পুরস্কার জেতার সুযোগ
Published: 23rd, March 2025 GMT
চলছে পবিত্র রমজান মাস। ইতিমধ্যে শুরু হয়েছে ঈদের আমেজ। কেউ ব্যস্ত শপিংয়ে আর কেউ ঈদের মজাদার রেসিপি তৈরির পরিকল্পনায়। সবার ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে আজ রোববার শুরু হয়েছে রেসিপিবিষয়ক অনুষ্ঠান ‘সিঙ্গার–বেকো ঈদের রান্না’। আয়োজনটির সহযোগিতায় রয়েছে প্রথম আলো ডটকম।
১৫ পর্বে নির্মিত অনুষ্ঠানটির প্রতি পর্বে দেখানো হবে একটি করে ঈদের সহজ ও মজাদার রেসিপি। ফুডভ্লগার ও উপস্থাপক নুসরাত ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী, শবনম ফারিয়া, রুকাইয়া জাহান চমক, চিত্রনায়ক জিয়াউল রোশান এবং তারকা দম্পতি মাসুমা রহমান নাবিলা ও জোবাইদুল হক রিম। রেসিপি তৈরির ফাঁকে গল্প–আড্ডায় উঠে আসবে তারকাদের বর্তমান ব্যস্ততা, সাম্প্রতিক কাজের খোঁজখবর এবং ঈদ উদ্যাপনের স্মৃতি।
উপস্থাপক ও তারকারা মিলে রান্না করবেন চিকেন বিরিয়ানি, চিকেন কোরমা, চিকেন শাশলিক, চিংড়ির মালাইকারি, সসেজ পাস্তা, রোজ মিল্ক ফালুদা, পার্সিয়ান সাফরান ফিরনি, কাশ্মীরি পোলাও, নওয়াবি মাটন খিচুড়ি, ক্রিমি বেকড চিকেন পাস্তা, মালাই চিকেন রাইস, কুনাফা, স্পাইসি চিকেন কাবাব, বাসবুসা এবং চিজি পটেটো ওয়েজেস।
আয়োজনে ভিন্নমাত্রা যোগ করতে অনুষ্ঠানে রাখা হয়েছে দর্শকের অংশগ্রহণ। প্রতি পর্ব শেষে থাকবে একটি কুইজ, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতিদিন ভাগ্যবান একজন বিজয়ী পাবেন সিঙ্গারের পক্ষ থেকে একটি ইলেকট্রিক কেটলি।
‘সিঙ্গার–বেকো ঈদের রান্না’ অনুষ্ঠানটি প্রতিদিন বেলা দুইটায় একযোগে প্রচারিত হবে প্রথম আলো ডটকম এবং প্রথম আলো ও সিঙ্গার বাংলাদেশের ফেসবুক পেজে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
রেসিপি অনুষ্ঠান দেখে প্রতিদিন পুরস্কার জেতার সুযোগ
চলছে পবিত্র রমজান মাস। ইতিমধ্যে শুরু হয়েছে ঈদের আমেজ। কেউ ব্যস্ত শপিংয়ে আর কেউ ঈদের মজাদার রেসিপি তৈরির পরিকল্পনায়। সবার ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে আজ রোববার শুরু হয়েছে রেসিপিবিষয়ক অনুষ্ঠান ‘সিঙ্গার–বেকো ঈদের রান্না’। আয়োজনটির সহযোগিতায় রয়েছে প্রথম আলো ডটকম।
১৫ পর্বে নির্মিত অনুষ্ঠানটির প্রতি পর্বে দেখানো হবে একটি করে ঈদের সহজ ও মজাদার রেসিপি। ফুডভ্লগার ও উপস্থাপক নুসরাত ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকবেন অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী, শবনম ফারিয়া, রুকাইয়া জাহান চমক, চিত্রনায়ক জিয়াউল রোশান এবং তারকা দম্পতি মাসুমা রহমান নাবিলা ও জোবাইদুল হক রিম। রেসিপি তৈরির ফাঁকে গল্প–আড্ডায় উঠে আসবে তারকাদের বর্তমান ব্যস্ততা, সাম্প্রতিক কাজের খোঁজখবর এবং ঈদ উদ্যাপনের স্মৃতি।
উপস্থাপক ও তারকারা মিলে রান্না করবেন চিকেন বিরিয়ানি, চিকেন কোরমা, চিকেন শাশলিক, চিংড়ির মালাইকারি, সসেজ পাস্তা, রোজ মিল্ক ফালুদা, পার্সিয়ান সাফরান ফিরনি, কাশ্মীরি পোলাও, নওয়াবি মাটন খিচুড়ি, ক্রিমি বেকড চিকেন পাস্তা, মালাই চিকেন রাইস, কুনাফা, স্পাইসি চিকেন কাবাব, বাসবুসা এবং চিজি পটেটো ওয়েজেস।
আয়োজনে ভিন্নমাত্রা যোগ করতে অনুষ্ঠানে রাখা হয়েছে দর্শকের অংশগ্রহণ। প্রতি পর্ব শেষে থাকবে একটি কুইজ, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে প্রতিদিন ভাগ্যবান একজন বিজয়ী পাবেন সিঙ্গারের পক্ষ থেকে একটি ইলেকট্রিক কেটলি।
‘সিঙ্গার–বেকো ঈদের রান্না’ অনুষ্ঠানটি প্রতিদিন বেলা দুইটায় একযোগে প্রচারিত হবে প্রথম আলো ডটকম এবং প্রথম আলো ও সিঙ্গার বাংলাদেশের ফেসবুক পেজে।