জেমস প্যাটারসন সম্ভবত এখন বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় রহস্যোপন্যাস লেখক। তাঁর অ্যালেক্স ক্রস সিরিজের নাম শোনেননি এমন পাঠক খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তিনি এখন পর্যন্ত শতাধিক বই লিখেছেন। তাঁর বেশির ভাগ বই চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। বিশ্বজুড়ে প্যাটারসনের বই ৪০ কোটির বেশি কপি বিক্রি হয়েছে।
লিটারেরি হাব জানয়িছে, জেমস প্যাটারসনের মোট সম্পদের পরিমাণ ১৬০ কোটি মার্কিন ডলার।
২.জে কে রাওলিংজে কে রাওলিং
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারত থেকে এলো আমদানির ১০ হাজার টন চাল
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করা ১০ হাজার মেট্রিক টন সিদ্ধ চালবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই চাল আমদানির কার্যক্রমটি প্যাকেজ-৮ এর আওতায় সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত দেশে পৌঁছেছে মোট ৩ লাখ ৫৩ হাজার ৭১৯ টন চাল। সর্বশেষ আসা চালের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং খালাস কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা/আসাদ/এনএইচ