সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 

জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ জাকির হোসেন বলেন, জীবনটাকে হেলায় নষ্ট করোনা। জীবনটাকে গঠন করার দায়ীত্ব তোমাকেই নিতে হবে। কারন জীবনটা তোমার, সুতরাং বিপথে পা বাড়ীয়ে কখনো নিজেকে খারাপ পথে নিও না।

শিক্ষা আমাদের জীবনে প্রয়োজন কিন্তু কোনটা, সেটা হচ্ছে সু-শিক্ষা, সাধারণ শিক্ষা আমরা নিতে চাই না। আমরা যে শিক্ষা গ্রহন করব সু-শিক্ষাটা গ্রহন করব।

যে শিক্ষায় আদর্শ থাকবে, যে শিক্ষায় ন্যায়নিতি থাকবে, যে শিক্ষার মধ্যে গুরুজণদের সম্মান থাকবে। তাই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হও।

জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম প্রধন, অভিভাবক সদস্য খসরুল আলম, মোবারক হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলাম ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেহা খান প্রমূখ। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অন ষ ঠ সদস য

এছাড়াও পড়ুন:

রিমান্ড শেষে কারাগারে সোলাইমান সেলিমসহ দুই জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক লালবাগ থানায় মাদরাসা ছাত্র শাহেনুর রহমান হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম এবং চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী সিরাজুল ইসলাম রাডোকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন সোলাইমান সেলিমকে তিন দিন এবং সিরাজুল ইসলাম রাডোকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র সাব-ইন্সপেক্টর কবির হোসেন।

আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ তাদের জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আইনজীবী শ্রী প্রাণনাথ।

গত ১২ মার্চ সোলাইমান সেলিমের তিন দিন, সিরাজুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার একদিন পর গত বছরের ৬ আগস্ট ভোরে লালবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালালে মাদরাসাছাত্র শাহেনুর রহমান (১৯) গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর নিহতের ভাই মো. মাজেদুল ইসলাম লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

গত বছরের ১৪ নভেম্বর গভীর রাতে ঢাকার গুলশান এলাকা থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বেশ কয়েকটি  হত্যা, হত্যাচেষ্টা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। 

বিভিন্ন থাকার ১১ মামলায় সোলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তার আইনজীবী শ্রী প্রাণনাথ।

ঢাকা/মামুন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ