ইশানের সেঞ্চুরিতে রেকর্ড রান হায়দরাবাদের
Published: 23rd, March 2025 GMT
আইপিএলের গত মৌসুমে ব্যাটিং তান্ডব দেখিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের রেকর্ড ২৭৭, ২৬৬ ও ২৮৭ রান তুলেছিল তারা। কখনো ট্রাভিস হেড, কখনো অভিষেক শর্মা নয়তো হেনরিক ক্লাসেন ঝড় তুলেছিলেন। এবারো প্রথম ম্যাচেই তান্ডব দেখিয়েছে হায়দরাবাদ।
রাজস্থান রয়েলসের বিপক্ষে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলেছে। যা ইনিংসে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক রান। গত বছর হায়দরাবাদ রেকর্ড ২৮৭ করেছিল।
বিশাল ওই রান তুলতে ঝড়ো সেঞ্চুরি করেছেন মুম্বাই ইন্ডিয়ান্স থেকে হায়দরাবাদে নাম লেখানো ইশান কিশান। তিনি তিনে নেমে ৪৭ বলে ১০৬ রান তোলেন। ১১টি চারের সঙ্গে ছয়টি ছক্কা মারেন। শুরু থেকে ঝড়ো ব্যাটিং করা দলটির হয়ে অভিষেক শর্মা ১১ বলে ২৪ রান করেন। অন্য ওপেনার ট্রাভিস হেড ৩১ বলে ৪৭ রান যোগ করেন। তিনি ৯টি চারের সঙ্গে ছক্কা মারেন ৩টি।
চওড়া ছিল নিতিশ রেড্ডি ও ক্লাসেনের ব্যাটও। চারে নামা অলরাউন্ডার রেড্ডি ১৫ বলে ৩০ রান যোগ করেন। চারটি চার ও একটি ছক্কা মারেন তিনি। ক্লাসেন পাঁচটি চার ও এক ছক্কায় খেলেন ১৪ বলে ৩৪ রানের ইনিংস। তুষার দেশপান্ডে ৪ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ২ উইকেট নেওয়া মহেশ থিকসানা ৪ ওভারে ৫২ রান হজম করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হ য়দর ব দ
এছাড়াও পড়ুন:
নিখোঁজের পরদিন শিশুর মুখ ঝলসানো লাশ উদ্ধার
নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে নিখোঁজের এক দিন পর ৭ বছর বয়সী একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির মুখ ঝলসানো ছিল। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশের এক ভুট্টাখেত থেকে পুলিশ বিবস্ত্র লাশটি উদ্ধার করে।
স্থানীয় লোকজনের ধারণা, দুর্বৃত্তরা শিশুটিকে ধর্ষণ করে পরিচয় গোপন রাখার জন্য তার মুখাবয়ব অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। তার বাবা প্রবাসী।
বড়াইগ্রাম থানা ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটি সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। সারা রাত খোঁজার পরও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে দিনমজুরেরা মাঠে কাজ করতে গিয়ে বাড়ির থেকে ৩০০ গজ দূরের একটি ভুট্টাখেতে শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শিশুটির লাশ যেখানে পাওয়া গেছে, সেটা পাবনার চাটমোহর উপজেলার মধ্যে। তাই আইন অনুসারে এ বিষয়ে মামলা চাটমোহর থানায় হবে। তবে দুর্বৃত্তদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানা–পুলিশ দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে দুর্বৃত্তদের অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে। হত্যার কারণ বা শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।