ফতুল্লায় একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়েছেন। রবিবার (২৩ মার্চ) ভোরে ফতুল্লার তলা বড়মসজিদ সংলগ্ন মামুনের টিনশেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

এরপর তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হয়। দগ্ধরা হলেন, দিনমজুর হারুন ওর রশিদ (৬০), তার স্ত্রী গৃহিণী কমলা বেগম (৪৫) ও মেয়ে কলেজ শিক্ষার্থী মারিয়া আক্তার মিম (১৭)।

স্বজনরা জানান, ফতুল্লার তল্লা এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকে পরিবারটি। সেহরির খাবার গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় গৃহকর্ত্রী কমলা বেগমের শরীরে।

এ সময় পাশের রুম থেকে স্বামী এবং মেয়ে ছুটে এলে কমলার শরীরের আগুন নেভাতে গেলে তারাও দগ্ধ হন। পরবর্তীতে তিনজনকেই উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.

শাওন বিন রহমান বলেন, এ ঘটনায় দগ্ধ বাবা ও মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গৃহবধূ কমলা বেগমের শরীরের ৬২ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

লেবাননের সাইদায় প্রাণপ্রাচুর্যে ভরা রমজান

লেবাননের দক্ষিণাঞ্চলের সাইদা শহর রমজান মাসে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রাণবন্ততায় ভরে ওঠে। শহরের প্রাচীন ঐতিহ্য ও রীতিনীতি যেন এ-মাসে সরবে উদ্ভাসিত হয়। রমজান মাসে শহরের রাস্তাঘাট ও অলিগলিতে থাকে এক বিশেষ সুর, যা স্থানীয় বাসিন্দা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করে এক অনন্য পরিবেশ।

শহরজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান

বৈরুত থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত সাইদা। রমজান মাসে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আয়োজিত হয় শিল্প প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী সংগীত সন্ধ্যা। দক্ষিণ লেবাননে সামরিক উত্তেজনা থাকলেও সাইদা শহর তার পূর্ববর্তী বছরের মতো আড়ম্বরে রমজান উদ্‌যাপন করেছে। রাত্রিগুলো একই রকম প্রাণবন্ত ও জমজমাট। ঐতিহ্যবাহী বিভিন্ন দলের প্যারেড, কাহাওয়াতি (ধার্মিক গল্প শোনানো), মাসহেরাতি (সাহরি ডাকতে আসা), শিল্প প্রদর্শনী এবং কারিগরদের পরিবেশনা চলছেই। এ ছাড়াও পুরোনো দিনের পোশাক পরে শহরবাসী গলিতে গলিতে ঢুকে সদলবলে তবলাও সনু ও দফ বাজিয়ে গায় ধর্মীয় সংগীত এবং লেবানীজ কবিতা।

আরও পড়ুনমস্কোয় রমজান: ইফতারে ভিন্ন জাতি ও সংস্কৃতির মিলন১৪ মার্চ ২০২৫আনন্দের ছোঁয়া যোগ করতে সিডনের পাড়া এবং গলিতে লোককাহিনীর দলগুলি ঘুরে বেড়ায় (আল জাজিরা)

সম্পর্কিত নিবন্ধ