জামিন পেলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক
Published: 23rd, March 2025 GMT
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক আখতার হোসেন জামিন পেয়েছেন।
রবিবার (২৩ মার্চ) দুপুরে শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক ছগির আহমদ তার জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি।
এর আগে, ভোরে জেলার জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আখতার হোসেন ওই এলাকার আব্দুল মুনিরের ছেলে।
শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/নূর/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে ননদের স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
লক্ষ্মীপুরের রামগতি থানায় এক গৃহবধূ (২৩) তার ননদের স্বামীর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দিয়েছেন । এ ঘটনায় মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) রাতে রামগতি থানায় লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূ। এরআগে ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আরও ৪ জনের সহযোগীতায় ননদের স্বামী মো. জামাল তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযুক্ত জামাল উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচার গ্রামের শফি আলমের ছেলে। ভূক্তভোগী গৃহবধূ একই গ্রামের বাসিন্দা।
পুলিশের কাছে দেওয়া অভিযোগে জানানো হয়, জামাল দীর্ঘদিন তার শ্যালকের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানায়। এ ঘটনায় সালিসি বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু জামাল কারো কথা শোনে না। উল্টো গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া অব্যাহত রাখে। সবশেষ ঘটনার সময় প্রাকৃতিক ডাকে সাড়া ঘর থেকে বের হলে জামাল ও তার ৪ সহযোগী গৃহবধূ হাত মুখ চোখ বেঁধে ফেলে। একপর্যায়ে জামাল তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “ধর্ষণের ঘটনায় ভূক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা রুজু করা হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৫ মার্চ) ভূক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।”
ঢাকা/লিটন/টিপু