সামনে ঈদ। এ সময়ে প্রিয়জন কিংবা নিজের জন্য আমরা স্মার্টফোন কিনতে চাই। এখন ছয় হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকার বেশি দামের স্মার্টফোন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ব্যবহার ও প্রয়োজনভেদে এসব স্মার্টফোনের চাহিদা ভিন্ন রকমের। যাঁরা বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চান, তাঁরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোন পাবেন। বাজারে এখন ১০ হাজার টাকার মধ্যে এমন কয়েকটি ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে।
আইটেল এ৫০ সি
এই ফোনের দাম পড়বে ৭,৪৯৯ টাকা। ২ জিবি র্যামের অ্যান্ড্রয়েড এই স্মার্টফোনে আছে ৫০০০-৫৯৯৯ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। ডুয়েল সিমের এই ফোনের আইপিএস এলসিডি ডিসপ্লের রেজল্যুশন ফুল এইচডি, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা ১০ মেগাপিক্সেল। এই ফোনের ভিডিও রেজল্যুশন ১০৮০ পিক্সেল, ডিসপ্লের আকার ৬ ইঞ্চি। ব্লুটুথ, জিপিএস, ওয়াই-ফাই, ইউএসবি সংযোগের এই ফোন ফোর–জি নেটওয়ার্ক–সেবা সাপোর্ট করে।
নকিয়া সি১২ প্রো
এই ফোনের দাম পড়বে ৭,৪৯৯ টাকা। ফোনে ডুয়েল সিম হিসেবে ন্যানো সিম ব্যবহার করা যাবে। ফোর–জি নেটওয়ার্ক–সুবিধার এই স্মার্টফোনে আইপিএস এলসিডি ডিসপ্লের আকার ৬.
ওয়াল্টন অরবিট ওয়াই ১১
এই মোবাইলের দাম ৭,৯৯৯ টাকা। ৪ জিবি র্যামের এই ফোনের রম ৬৪ গিগাবাইট। ৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনের ব্যাক ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল। এতে আছে লিথিয়াম পলিমার ২৫০০ এমএএইচ ব্যাটারি।
সিম্ফোনি অ্যাটম ৫
এই ফোনের দাম ৮,২৯৯ টাকা। অ্যান্ড্রয়েড ওএস সংস্করণ ভি১৪ চালিত এই ফোনে আছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে। ৫২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। লিথিয়াম পলিমার ব্যাটারির ক্ষমতা ৫০০০ এমএএইচ। অভ্যন্তরীণ স্টোরেজ ক্ষমতা ৬৪ জিবি এবং র্যাম ৮ জিবি সমর্থন করে। ফোর–জি সুবিধাসহ এই ফোনে লাইট সেন্সর, অ্যাক্সিলোমিটার, কম্পাস, জাইরোস্কোপ রয়েছে।
টেকনো স্পার্ক গো ১
এই ফোনের দাম ৯,৮৯৯ টাকা। ৬.৬৭ ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেটের জন্য এই ফোন স্মুথ ভিজুয়াল দেয়। ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি রমের এই ফোনে ভালো পারফরম্যান্স পাওয়া যাচ্ছে। ফোনে রয়েছে ৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, যা ডিজিটাল জুম, এআই ক্যামেরা, বিউটি মোড ও পোর্ট্রেট মোড সমর্থন করে। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ডুয়েল ফ্ল্যাশ থাকায় ভালো সেলফি তোলা যায়। ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং–সুবিধা। এই ফোনে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, স্টেরিও ডুয়েল স্পিকার, ওয়াটার রেজিস্ট্যান্স, ডায়নামিক পোর্টসহ আরও বেশ কিছু বিশেষ ফিচার রয়েছে। নিরাপত্তার জন্য সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর–সুবিধাও রয়েছে।
ইনফিনিক্স স্মার্ট ৯
এই ফোনের দাম ৯,৯৯৯ টাকা। ৬.৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লের (১২০ হার্জ রিফ্রেশ রেট) এই ফোনে অক্টা-কোর প্রসেসর রয়েছে। ফোনে ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ০.০৮ মেগাপিক্সেল সহায়ক লেন্স রয়েছে। ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, পাশাপাশি মাইক্রোএসডি এক্সপানশন সুবিধা রয়েছে। এই ফোনে ডুয়েল ন্যানো-সিম সাপোর্ট, ফোর–জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা রয়েছে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
সিম্ফোনি ম্যাক্স ১০
এই ফোনের দাম ৬,৯৯৯ টাকা। ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ–সুবিধাসহ এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে। ফোনটির ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা সাধারণ ফটোগ্রাফির জন্য উপযোগী। শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি দীর্ঘস্থায়ী চার্জ ধরে রাখে, এর ফলে সারা দিন নিশ্চিন্তে ব্যবহার করা যায়। অক্টা-কোর প্রসেসর থাকার কারণে ফোনের কার্যক্ষমতা বেশ উন্নত হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই ফ ন র দ ম র এই ফ ন র ব যবহ র র জন য
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে সুমি শহরে রাশিয়ার হামলায় নিহত ৩৪, ‘ভয়াবহ ঘটনা’ বললেন ট্রাম্প
ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩৪ জন নিহত এবং ১১৭ জন আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কিয়েভের পশ্চিমা মিত্ররা। রাশিয়ার প্রাণঘাতী এই হামলার সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার মধ্যরাতে সুমি শহরের কেন্দ্রস্থলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা স্টেট ইউনিভার্সিটি এবং কংগ্রেস সেন্টারের কাছে বিস্ফোরিত হয়। রক্তাক্ত মৃতদেহ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
আরো পড়ুন:
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস
পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের ৪ ঘণ্টা বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ‘ভয়াবহ ঘটনা’ বলে বর্ণনা করেছেন, অন্যদিকে জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছেন।
রাশিয়ার পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। রুশ বাহিনী কাছাকাছি সীমান্তের ওপারে একটি বড় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এই হামলাটি এমন এক সময় ঘটল, যখন ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সামরিক মিত্র যুক্তরাষ্ট্র ট্রাম্পের নেতৃত্বে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে চাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চতুর্থ বছর চলছে।
ট্রাম্প ওয়াশিংটনে ফিরে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকরা রাশিয়ার হামলা সম্পর্কে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমি মনে করি, এটি ভয়াবহ ঘটনা এবং আমাকে বলা হয়েছে যে তারা ভুল করেছে।” কিন্তু ট্রাম্প এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
রোববার জেলেনস্কি রাশিয়ার আক্রমণের ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ আরো ভালোভাবে বোঝার জন্য মার্কিন প্রেসিডেন্টকে তার দেশ সফর করার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেনীয় নেতা মার্কিন টেলিভিশন সিবিএসে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, “দয়া করে, যেকোনো ধরনের আলোচনার আগে, যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে সামরিক ও বেসামরিক মানুষের ওপর রাশিয়ার হত্যাযজ্ঞ এবং হাসপাতাল ও গির্জায় ধ্বংসযজ্ঞ দেখতে আসুন।”
ফ্রিডরিখ মের্জ, যিনি আগামী মাসে জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে, তিনি জার্মানির সরকারি টেলিভিশন এআরডিকে বলেছেন, ইউক্রেনের সুমি শহরে রাশিয়া যে ধরণের হামলা চালিয়েছে তা একটি ‘গুরুতর যুদ্ধাপরাধ’।
জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ স্কোলজ বলেছেন, এই হামলাটি ‘শান্তির জন্য রাশিয়ার কথিত প্রস্তুতির আসল রূপ উন্মোচন করেছে’।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাশিয়াকে ‘মানবজীবন, আন্তর্জাতিক আইন এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি স্পষ্ট অবজ্ঞা’ করার জন্য অভিযুক্ত করেছেন।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, “রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ফ্রান্স তার অংশীদারদের সঙ্গে এই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছে।”
আক্রমণটিকে ‘বর্বর’ বলে বর্ণনা করে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন বলেছেন, “আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন করে রাশিয়া আগ্রাসী ছিল এবং এখনও আছে।”
তিনি বলেন, “যুদ্ধবিরতি কার্যকর করার জন্য জরুরি ভিত্তিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। হামলা বন্ধ না হওয়া এবং ইউক্রেনের শর্তাবলী অনুসারে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইউরোপ অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে এবং রাশিয়ার ওপর শক্তিশালী চাপ বজায় রাখবে।”
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়ে জাতিসংঘ প্রধান ‘গভীরভাবে উদ্বিগ্ন এবং হতবাক’।
তিনি বলেন, “আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে বেসামরিক নাগরিক এবং বেসামরিক বস্তুর ওপর আক্রমণ নিষিদ্ধ।” তিনি আরো বলেন, “এই ধরনের যেকোনো আক্রমণ, যেখানেই ঘটুক না কেন, অবিলম্বে বন্ধ করতে হবে।”
রবিবারের জোড়া ক্ষেপণাস্ত্র হামলা ছিল চলতি বছরে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে মারাত্মক আক্রমণ।
চলতি মাসের শুরুতে ৪ এপ্রিল ইউক্রেনের ক্রিভি রিহ শহরে আরেকটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জন নিহত এবং ৬১ জন আহত হন। সেসময় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল যে, তারা একটি রেস্তোরাঁয় ‘ইউনিট কমান্ডার এবং পশ্চিমা প্রশিক্ষকদের’ একটি সভা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তবে এর স্বপক্ষে রাশিয়া কোনো প্রমাণ সরবরাহ করেনি ।
ঢাকা/ফিরোজ