ফতুল্লায় ইসহাক মিঝি (৪৫) নামের এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় হত্যাকান্ডে জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার (৪০) নামের একজনকে গণপিটুনী দিয়ে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী।

রোববার (২৩ মার্চ) ভোর রাতে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইসহাক মিঝি চাঁদপুর মতলবের নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। সে ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকেন। এ বাড়ির কাছেই শফিকের মালিকানাধীন ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

আটক সোহরাব হাওলাদার পটুয়াখালীর রাঙ্গাবালী বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। সে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার সময় চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ঘর থেকে বের হলে ৩-৪ জন লোককে ইজিবাইক চালককে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখেন।

তখন তাদের দেখে দাঁড়িয়ে থাকা লোকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় একজনকে এলাকাবাসী আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে দেয়। বাকিরা পালিয়ে যায়। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ সনাক্ত করা হয়েছে। এ ঘটনায় একজন আটক রয়েছে

কি কারণে তাকে হত্যা করা হলো এবং এই হত্যাকান্ডের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি  রওশন আলীর আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতান পাড়া ক্যানাল পাড় এলাকায় এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি অলীউল্লাহ হওলাদার, যুগ্ম-সম্পাদক হাজী মফিজুল হক, সদস্য রোমান, নুর আলম, চাঁন বাদশা, ফজলে রাব্বি, মনির হোসেন, মোহাম্মদ সেলিম, নুর উদ্দিন ঈদগা জামে মসজিদের ইমামসহ ১নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম,খতিব ও মুসল্লিরা।

এসময় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি  রওশন আলী বলেন, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন দ্রুত সুস্থতা দান করেন। 

তিনি আরো বলেন, দেশে ও দেশের জনগণের কল্যাণে আমদের কে রাজনীতি করতে হবে। অধিক আগ্রহ করে দেশের মানুষ বসে আছে কখন আমাদের প্রেনপ্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে ফিরবেন, দেশের মানুষের কল্যাণে তিনি কাজ করবেন।

আপনারা আমাদের প্রেনপ্রিয় নেতা জনাব তারেক রহমান ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের জন্য দোয়া করবেন আল্লাহতালা তাদের কে যেন সুস্থ রাখে ভালো রাখে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিগারেটের ধোঁয়া ছাড়া নিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ হামলা, আহত ৩ 
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, ইফতার ও বস্ত্র বিতরণ
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল
  • ফতুল্লায় ব্যাটারি রিকশার চালককে গলা কেটে হত্যা, একজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
  • ফতুল্লায় ইজিবাইক চালককে হত্যা, আটক ১
  • গাজীপুরের সোয়েটার কারখানায় শ্রমিক অসন্তোষ, ভাঙচুর 
  • সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হাতাহাতি
  • হামলা-ভাঙচুর মামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিসহ গ্রেপ্তার ২
  • র‍্যাব ও এপিবিএন হেডকোয়ার্টার পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার