শস্য ও ফসল ঋণের মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নে সিআইবি রিপোর্ট সংগ্রহের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  নির্দেশনায়, নতুন কৃষি ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট যাচাই করতে বলা হয়েছে। আগে নতুন ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট সংগ্রহের প্রয়োজন হতো না।

রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

নির্দেশনায় বলা হয়, সিআইবি রিপোর্ট যাচাই ব্যতীত ঋণ প্রদান করা হলে একজন গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পরিমাণের একাধিক শস্য ও ফসল ঋণ গ্রহণ করলেও তা ঋণ প্রদানকারী ব্যাংকের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। এ প্রক্রিয়ায় খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বর্তমানে সিআইবি প্রতিবেদন সংগ্রহ করা পূর্বের তুলনায় অনেক সহজ করা হয়েছে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভার ব্যবহার করে দ্রুত ঋণ আবেদনকারীর সিআইবি রিপোর্ট সংগ্রহ করতে পারছে। 

এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে কৃষি ও পল্লী ঋণের (এমএফআই লিংকেজ ব্যতীত) আওতাভুক্ত সকল খাতে যে কোন পরিমাণের নতুন ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য সিআইবি রিপোর্ট যাচাই করতে হবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

ঢাকা/এনএফ/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স আইব

এছাড়াও পড়ুন:

রানে কোহলি—উইকেটে হ্যাজেলউড, টেবিলে শীর্ষে বেঙ্গালুরু

আইপিএলে অরেঞ্জ ও পার্পল ক্যাপ, দুটিই এখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের দখলে। রানে শীর্ষে আছেন বিরাট কোহলি, আর উইকেটে এগিয়ে জশ হ্যাজেলউড।  

রোববার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বেঙ্গালুরু। ১০ ম্যাচে ৭ জয়ে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স, সমান পয়েন্ট দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সেরও।  

টস হেরে ব্যাট করতে নেমে দিল্লি ৮ উইকেটে ১৬২ রান তোলে। লোকেশ রাহুল করেন সর্বোচ্চ ৪১ রান। বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার ৩টি ও জশ হ্যাজেলউড ২টি উইকেট নেন। ৩৬ রানে ২ উইকেট নিয়ে চলতি আসরে সর্বোচ্চ ১৮ উইকেটের মালিক হন অজি পেসার হ্যাজেলউড। তার পরেই আছেন গুজরাটের প্রসিধ কৃষ্ণা (১৬ উইকেট)।  

রান তাড়ায় বেঙ্গালুরুর হয়ে মূল দায়িত্ব পালন করেন ক্রুনাল পান্ডিয়া ও বিরাট কোহলি। কোহলি ৫১ রান করে আউট হলেও পান্ডিয়া অপরাজিত ৭৩ রানে দলকে জেতান। টিম ডেভিড করেন ৫ বলে ঝড়ো ১৯ রান।  

এই ম্যাচে কোহলি তার ৫১ রানের ইনিংসে এবারের আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যান। ৬৩.২৯ গড় ও ১৩৮.৮৭ স্ট্রাইকরেটে ৪৪৩ রান করেছেন তিনি। দুইয়ে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব (৪২৭ রান)।  

ব্যাট হাতে অপরাজিত ৭৩ রান ও বল হাতে ২৮ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ক্রুনাল পান্ডিয়া।

সম্পর্কিত নিবন্ধ