কৃষি ঋণ বিতরণের আগে সিআইবি রিপোর্ট যাচাইয়ের নির্দেশ
Published: 23rd, March 2025 GMT
শস্য ও ফসল ঋণের মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নে সিআইবি রিপোর্ট সংগ্রহের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায়, নতুন কৃষি ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট যাচাই করতে বলা হয়েছে। আগে নতুন ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্ট সংগ্রহের প্রয়োজন হতো না।
রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, সিআইবি রিপোর্ট যাচাই ব্যতীত ঋণ প্রদান করা হলে একজন গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পরিমাণের একাধিক শস্য ও ফসল ঋণ গ্রহণ করলেও তা ঋণ প্রদানকারী ব্যাংকের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। এ প্রক্রিয়ায় খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বর্তমানে সিআইবি প্রতিবেদন সংগ্রহ করা পূর্বের তুলনায় অনেক সহজ করা হয়েছে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভার ব্যবহার করে দ্রুত ঋণ আবেদনকারীর সিআইবি রিপোর্ট সংগ্রহ করতে পারছে।
এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে কৃষি ও পল্লী ঋণের (এমএফআই লিংকেজ ব্যতীত) আওতাভুক্ত সকল খাতে যে কোন পরিমাণের নতুন ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য সিআইবি রিপোর্ট যাচাই করতে হবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা/এনএফ/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
লক্ষ্মীপুরে ননদের স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
লক্ষ্মীপুরের রামগতি থানায় এক গৃহবধূ (২৩) তার ননদের স্বামীর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দিয়েছেন । এ ঘটনায় মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) রাতে রামগতি থানায় লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূ। এরআগে ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আরও ৪ জনের সহযোগীতায় ননদের স্বামী মো. জামাল তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযুক্ত জামাল উপজেলার চরগাজী ইউনিয়নের টুমচার গ্রামের শফি আলমের ছেলে। ভূক্তভোগী গৃহবধূ একই গ্রামের বাসিন্দা।
পুলিশের কাছে দেওয়া অভিযোগে জানানো হয়, জামাল দীর্ঘদিন তার শ্যালকের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানায়। এ ঘটনায় সালিসি বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু জামাল কারো কথা শোনে না। উল্টো গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া অব্যাহত রাখে। সবশেষ ঘটনার সময় প্রাকৃতিক ডাকে সাড়া ঘর থেকে বের হলে জামাল ও তার ৪ সহযোগী গৃহবধূ হাত মুখ চোখ বেঁধে ফেলে। একপর্যায়ে জামাল তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “ধর্ষণের ঘটনায় ভূক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা রুজু করা হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৫ মার্চ) ভূক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হবে।”
ঢাকা/লিটন/টিপু