সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেনের জামিন মঞ্জুর হয়েছে।

আজ রোববার বেলা আড়াইটার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–২–এর বিচারক ছগির আহমেদ জামিন মঞ্জুর করেন। এর আগে আজ ভোরে সিলেটের জালালাবাদ থানার হাউশা এলাকা থেকে আকতার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আজ বেলা সাড়ে তিনটার দিকে জামিনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন আকতার হোসেনের আইনজীবী আহমেদ ওবায়দুর রহমান। তিনি বলেন, তাঁর মক্কেলকে আদালতে নিতে দেরি হয়েছে। এ জন্য জামিন শুনানিও দেরিতে হয়েছে। তাঁকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়েছে। জামিন মঞ্জুরের পর আদালত থেকে কাগজপত্র কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে। কারাগারে কাগজপত্র পৌঁছার পর দ্রুতই জামিনে মুক্তি পাবেন আকতার হোসেন।

গতকাল সিলেটের বালুচর এলাকার একটি কনভেনশন হলে এনসিপির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীল কাউকে বক্তব্যের কোনো সুযোগ না দেওয়া, বিভিন্ন উপজেলাভিত্তিক ইফতারির টেবিল সংরক্ষিত থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য কোনো টেবিল সংরক্ষিত না রাখা প্রভৃতি বিষয়ে নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। এ সময় হাতাহাতির ঘটনা ঘটে।

ইফতার মাহফিলে হামলার অভিযোগে গতকাল শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। এতে সিলেট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আকতার হোসেনসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আকত র হ স ন ইফত র

এছাড়াও পড়ুন:

উড়োজাহাজযাত্রা নির্বিঘ্ন করতে পোষা কুকুর হত্যা করলেন মার্কিন নারী

উড়োজাহাজে নিজের যাত্রা নির্বিঘ্ন করতে নিজের ৯ বছরের পোষা কুকুরকে ডুবিয়ে মেরেছেন এক মার্কিন নারী। কুকুরটি নিয়ে যাত্রায় বিপত্তি দেখা দেওয়ায় অবলা প্রাণীটির প্রাণই কেড়ে নিয়েছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডো শহরে এমন এক অপরাধে শাস্তিও পেয়েছেন ওই নারী।

স্থানীয় সময় গত বুধবার প্রাণীকে গুরুতর নির্যাতনের জন্য গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে। পরে তিনি প্রায় ৬ লাখ ৭৬ হাজার টাকা (৫ হাজার ডলার) জরিমানা দিয়ে জামিনে মুক্তি পেয়েছেন।

একটি নিষ্পাপ প্রাণীকে এভাবে হত্যার অভিযোগ ওঠা ওই নারীর পক্ষে আদালতের নথিতে কোনো আইনজীবীকে লড়তে দেখা যায়নি। পুলিশ জানায়, ওই নারী ইচ্ছাকৃতভাবেই একটি অবুঝ প্রাণীকে হত্যা করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

পুলিশ জানায়, গত ডিসেম্বরে ওরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমে ময়লার ঝুড়িতে ৯ বছর বয়সী স্নাউজার প্রজাতির একটি কুকুরের মরদেহ পান বিমানবন্দরের এক কর্মচারী।

একই সঙ্গে কুকুরটির মালিকের তথ্যসংবলিত একটি পরিচয় ট্যাগও পেয়েছিলেন বলে জানান তাঁরা। এরপর অনুসন্ধান চালিয়ে এ হত্যার তথ্য পান শহরের পুলিশ সদস্যরা।

কুকুরটির শরীরে স্থাপন করা মাইক্রোচিপের মাধ্যমে এর পরিচয় নিশ্চিত করা হয়েছে বলে জানান তাঁরা। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে টারউইন নামের কুকুরটিকে ডুবিয়ে মারার তথ্য উঠে আসে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত বছর বিমানে ভ্রমণের সময় তাঁর কাগজপত্রে কিছু জটিলতার কারণে ৯ বছর বয়সী পোষা কুকুর ‘টারউইনকে’ নিয়ে তাঁর যাত্রায় বাধার সৃষ্টি হয়।

বিমান কর্তৃপক্ষ জানায়, কুকুরটির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে বিমানে নিয়ে যেতে দেওয়া হয়নি। মূলত মার্কিন কৃষি বিভাগের বিধি অনুসারে, যুক্তরাষ্ট্র থেকে কলম্বিয়ায় নিয়ে যেতে হলে অবশ্যই কুকুরের একজন পশুচিকিৎসকের অনুমোদিত স্বাস্থ্যসনদ ও রেবিস টিকার সনদ থাকতে হয়। এসব কাগজপত্র না থাকার কারণেই কুকুরটি নিয়ে ভ্রমণে ঝামেলার সৃষ্টি হয়েছিল।

এরপরই ওই নারী এ অপরাধ করেন বলে জানিয়েছে পুলিশ। বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরায় এ ঘটনা ধরা পড়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এতে দেখা যায়, লাতাম এয়ারলাইনসের এক এজেন্টের সঙ্গে ১৫ মিনিট ধরে কথা বলছেন ওই নারী। এ সময় টারউইন তাঁর সঙ্গেই ছিল। এরপর কুকুরটিকে নিয়ে তিনি টিকিটিং অঞ্চলের কাছে একটি বাথরুমে প্রবেশ করেন। তবে ২০ মিনিটেরও কম সময় পর টাইউইনকে ছাড়াই বাথরুম থেকে বেরিয়ে আসেন।

এ সময় এক কর্মচারী বাথরুমে ওই নারীকে তড়িঘড়ি করে পানি ও কুকুরের খাবার পরিষ্কার করতে দেখেছেন বলেও মামলার এজাহারে বলা হয়েছে। ওই কর্মচারীই ২০ মিনিট পর বাথরুমের ময়লার ঝুড়িতে টারউইনকে মৃত অবস্থায় পেয়েছিলেন।

ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (সিবিপি) গোয়েন্দারা জানিয়েছেন, কলম্বিয়ার বোগোতার উদ্দেশে একটি ফ্লাইটে উঠেছিলেন ওই নারী, পরে ইকুয়েডরে যাত্রা করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • জি কে শামীমের বিরুদ্ধে দুদকের মামলার রায়ের নতুন তারিখ ২৭ মার্চ
  • ৮ হাজার অবৈধ গাড়ি থেকে কোটি টাকা চাঁদা আদায়
  • উড়োজাহাজযাত্রা নির্বিঘ্ন করতে পোষা কুকুর হত্যা করলেন মার্কিন নারী