নিখোঁজের ৩ দিন পর পদ্মায় মিলল কিশোরের লাশ
Published: 23rd, March 2025 GMT
রাজবাড়ীর কালুখালী উপজেলায় নিখোঁজের তিন দিন পর নীরব শেখের (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের পদ্মা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত নীরব শেখ (১৭) একই ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের জিয়ারুল শেখের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে নীবর বাড়ির পাশে মাধবপুর বাজারে যায়। গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় স্বজনেরা খোঁজ করতে থাকে। পরের দিন খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট দেন। এর কিছু সময় পর অপরিচিত নম্বর থেকে নীরবের বাবার কাছে ফোন আসে। ফোনে ২০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে নীরবকে হত্যা করবে বলে হুমকি দেন। টাকা নিয়ে পাংশা উপজেলার ব্রিজের কাছে যেতে বলে ফোন কেটে দেন। এরপর থেকে ওই নম্বর বন্ধ। শনিবার (২২ মার্চ) স্বজনেরা কালুখালী থানায় সাধারণ ডায়েরি করেন। রবিবার (২৩ মার্চ) সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
আরো পড়ুন:
গাজীপুরে ঘর থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার
হাসপাতালে টয়লেটের পাইপে নবজাতক
কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, শনিবার ছেলেটির বাবা সাধারণ ডায়েরি করেন। পুলিশ এ বিষয়ে কাজও করছিল। সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কেন এই হত্যাকাণ্ড সেই বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
ঢাকা/রবিউল/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২৮ কেজির কাতল ৭০ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ। অনলাইনে ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে শওকত হালদার তার সঙ্গীদের নিয়ে ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট ও পাটুরিয়া ঘাটের মাঝামাঝি পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জাল টান দিলে দেখেন, একটি বড় কাতল মাছ আটকা পড়েছে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে নিয়ে যান। সেখানে ওজন দিলে জানা যায়, মাছটির ওজন ২৮ কেজি।
আরো পড়ুন:
সাগরে মাছ নেই, জেলে পরিবারে ঈদের আনন্দ ম্লান
পায়রায় জাহাজে কাটা পড়ছে জাল-দড়ি, নিঃস্ব হচ্ছে জেলেরা
স্থানীয় মাছ ব্যবসায়ি শাহজাহান শেখ জানান, সকালে আনু খাঁর আড়তে ২৮ কেজি ওজনের কাতল মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ২০০ টাকা কিনে নেই। পরবর্তীতে মাছটি বিক্রির জন্য অনলাইনে পোস্ট করি। ঢাকার গুলশানের এক ব্যবসায়ী ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, “পদ্মা যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য বেশি। যে কারণে পদ্মা ও যমুনার মোহনায় মাছ বেশি থাকে। এখানে পানির গভীরতা বেশি থাকায় বড় বড় মাছ বিচরণ করে। বড় আকৃতির কাতল মাছ প্রাপ্তির বিষয়টি মৎস্য বিভাগের জন্য ভালো সংবাদ।”
ঢাকা/রবিউল/মাসুদ