ঈদে মুক্তির অপেক্ষায় বেশির ভাগ সিনেমাই এখন প্রচারে সরব রয়েছে। কোনো কোনো সিনেমা রয়েছে সেন্সর সার্টিফিকেশন সনদ পাওয়ার অপেক্ষায়। বলা যায়, এগিয়ে আছে সব সিনেমা। সেখানে শাকিব খানের ‘বরবাদ’ নিয়ে এখনো রয়ে গেছে শঙ্কা। ঈদের সিনেমা হিসেবে দিন যত যাচ্ছে, মুক্তির সম্ভাবনা কতটা রয়েছে, সেই প্রশ্নও এখন ঘুরছে।

বাংলা সিনেমা–সংশ্লিষ্ট বেশ কিছু ফেসবুক গ্রুপে গতকাল রাত থেকে একাধিক সিনেমা সমালোচক ও শাকিব–ভক্ত দুশ্চিন্তার কথা জানিয়েছেন। তাঁরা কেউ কেউ লিখেছেন, ঈদ হতে পারে শাকিবহীন। তাহলে সেটা সিনেমার জন্য হবে অশনিসংকতে। কারণ, শাকিবহীন ঈদ সিনেমাকে পিছিয়ে দেবে।

‘বরবাদ’–এ শাকিব খানের লুক। ভিডিও থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ওএমএস চালু করতে যাচ্ছে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট

নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা দিতে এই ওএমএস সেবাটি চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

সোমবার (২৪ মার্চ) মতিঝিল বিএসসি টাওয়ারে অবস্থিত ব্যাংকটির বোর্ড রুমে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেডের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড গ্রাহকদের ডিএসই লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এরফলে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এস এম নাসির উদ্দিন এবং কোয়ান্ট ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ