বাংলাদেশ-পাকিস্তানের দুই সিরিজই হবে টি-২০ ফরম্যাটে
Published: 23rd, March 2025 GMT
গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই জানা যায়, আইসিসির নির্ধারিত সূচির বাইরে বাংলাদেশ ও পাকিস্তান একটি ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজটি বাংলাদেশের মাটিতে জুলাইয়ে আয়োজনের চেষ্টা চলছে বলেও জানা গিয়েছিল। বিসিবি থেকে তখন জানানো হয়েছিল, সূচি নির্ধারণের বিষয়ে দুই বোর্ড কাজ করছে।
এর মধ্যেই জানা গেল, জুলাইয়ের ওই তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বদলে টি-২০ ফরম্যাটে আনা হচ্ছে। অর্থাৎ ঘরের মাঠে বাংলাদেশ জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।
শুধু তাই নয়, আগামী মে মাসে আইসিসি নির্ধারিত সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। ওই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলার কথা ছিল দুই দলের। তবে সাদা বলের ওই সিরিজিটি পুরোপুরি টি-২০ ফরম্যাটে বদলে ফেলা হচ্ছে। অর্থাৎ মে মাসে পাকিস্তানে গিয়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ।
আগামী সেপ্টেম্বরে টি-২০ ফরম্যাটে ভারতের মাটিতে এশিয়া কাপ হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে। ওই দুই টুর্নামেন্টের প্রস্তুতি নিতে দুই বোর্ড ওয়ানডের পরিবর্তনে টি-২০ সিরিজ খেলা কার্যকর হবে বলে মনে করছে।
বিষয়টি নিয়ে বিসিবির সূত্র জানায়, বিশ্বকাপ ও এশিয়া কাপের কথা চিন্তা করে দুই বোর্ড টি-২০ সিরিজ খেলার পক্ষে। দুই সিরিজে আটটি টি-২০ খেলার বিষয়ে দুই বোর্ড নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে। বাংলাদেশ অংশে তিন ম্যাচের টি-২০ সিরিজটি ২০ জুলাইয়ের দিকে শুরু হতে পারে। তবে এখনো কোন বোর্ডই সিরিজের সূচি চূড়ান্ত করেনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ২০ স র জ খ ল
এছাড়াও পড়ুন:
ওএমএস চালু করতে যাচ্ছে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট
নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা দিতে এই ওএমএস সেবাটি চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৪ মার্চ) মতিঝিল বিএসসি টাওয়ারে অবস্থিত ব্যাংকটির বোর্ড রুমে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং কোয়ান্ট ফিনটেক লিমিটেডের মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড গ্রাহকদের ডিএসই লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রদান করবে। এরফলে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এস এম নাসির উদ্দিন এবং কোয়ান্ট ফিনটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাবেদ হোসেন। এছাড়া অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এনটি/ফিরোজ