নওগাঁর আত্রাই থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে বগুড়ার কাহালু উপজেলার এক বিএনপি নেতার গোয়াল থেকে ১৩টি গরু উদ্ধার হয়েছে। সাম্প্রতিক কয়েকটি গরু চুরির পরিপ্রেক্ষিতে পুলিশের হাতে গ্রেপ্তার এক ব্যক্তির দেওয়া তথ্যে এসব গরু উদ্ধার হয়। এর মধ্যে পাঁচটি গরুই আত্রাইয়ের নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের। অন্য গরুগুলোর মালিকের সন্ধান করছে পুলিশ।
 
রোববার দুপুরে নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

তিনি বলেন, ১৪ মার্চ আত্রাইয়ের মোরশেদ আলী শেখের গোয়াল থেকে ৮টি গরু চুরি হয়। এ ঘটনায় পুলিশের অভিযানে নওগাঁ-বগুড়া-গাইবান্ধা-জয়পুরহাট জেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামাণিক শনিবার আত্রাই থেকে গ্রেপ্তার হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালানো হয়। এ সময় বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের (৪০) এর বাড়িতে পাওয়া যায় ১৩টি চোরাই গরু। এগুলোর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে।

গ্রেপ্তার ছোটনের বাড়ি আত্রাইয়ের মনিয়ারী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। আত্রাই থানার ওসি সাহাব উদ্দীন বলেন, নৈদিঘী গ্রামের মোরশেদ আলী গরু চুরির ঘটনায় থানায় মামলা করেন। অনুসন্ধানে নেমে পুলিশ দিঘীরপাড় বাজার থেকে ছোটনকে শনিবার সন্ধ্যায় আটক করে। রাতে তাকে জিজ্ঞাসাবাদে গরু চুরিতে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই তাকে নিয়ে বগুড়ার কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আব্দুল গফুর শাহের (৪০) বাড়িতে অভিযান চালানো হয়। 

আব্দুল গফুর শাহ কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এসব বিষয়ে বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ মোবাইল ফোনে বলেন, ইতোমধ্যে গফুরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। বিকেলের মধ্যেই এটি কার্যকর হবে।

আত্রাই থানার ওসি সাহাব উদ্দীন বলেন, গ্রেপ্তার ছোটনের বিরুদ্ধে আরেকটি চুরির মামলা রয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গরু চুরিতে জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান চলছে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ উপজ ল র ব এনপ

এছাড়াও পড়ুন:

ফতুল্লা বাজার পরিদর্শনে সদর ইউএনও’র অসন্তোষ 

ফতুল্লা বাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে অসন্তোষ প্রকাশ করলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী। মঙ্গলবার দুপুরে তিনি ফতুল্লা বাজার পরিদর্শন করেন।

এসময় তিনি বাজারের অবকাঠামো, চারপাশের চিত্র দেখেন এবং বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীদের নানা সমস্যা শুনেন এবং সমাধানের আশ্বাস প্রদান করেন। 

এছাড়াও তিনি বিগতদিনে যারা বাজারের উন্নয়ন কাজের সঙ্গে জড়িত ছিলেন তাঁদের সমালোচনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, রিপোটার্স ক্লাবের সদস্য সচিব মনির হোসেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আঃ খালেক টিপু,  ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন,  ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য কাজী মাঈনউদ্দীন প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ