ইয়ামাহার উদ্যোগে দেশব্যাপী ডিলার মিট-আপ
Published: 23rd, March 2025 GMT
মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার উদ্যোগে দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে ডিলার মিট-আপ। একইসঙ্গে প্রতিষ্ঠানটি ইফতারির আয়োজন করেছে। সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে ১০ হাজারেরও বেশি ইয়ামাহা গ্রাহক নেন।
ইয়ামাহা বরাবরই তার গ্রাহকদেরকে নিয়ে বিভিন্ন উপলক্ষকে উদযাপন করে। তারই অংশ হিসেবে দেশব্যাপী ইয়ামাহা তাদের সব ডিলার পয়েন্টে ইফতার মিট-আপ আয়োজন করে। দেশের প্রায় সব জেলায় আয়োজিত হয় এই ইফতার অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন উপজেলা পর্যায়েও আয়োজিত হয় ইয়ামাহা’র ইফতার মিট-আপ। এতে ১০ হাজারেরও বেশি ইয়ামাহা গ্রাহক অংশগ্রহণ করেন।
তবে সবচেয়ে বড় আয়োজনটি অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানে। যেখানে ৭০০ জনেরও বেশি গ্রাহক অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন এসিআই মোটরসের উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মোটরসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
ছবি: ফেসবুক থেকে নেওয়া