উইন্ডোজ ১০–এর সমর্থন শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে। ২০২৫ সালের ১৪ অক্টোবরের পর এই অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা দেবে না মাইক্রোসফট। তাই ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ ১১–তে হালনাগাদ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের সতর্ক করতে একটি ই–মেইল পাঠিয়েছে মাইক্রোসফট। এতে জানানো হয়েছে, যাঁদের কম্পিউটার উইন্ডোজ ১১ চালানোর উপযোগী নয়, তাদের নতুন হার্ডওয়্যার হালনাগাদ করতে হবে। অন্যথায় নিরাপত্তাহীন একটি অপারেটিং সিস্টেম ব্যবহারের ঝুঁকি নিতে হবে।

মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবরের পর থেকে উইন্ডোজ ১০-এর জন্য আর কোনো বিনা মূল্যের সফটওয়্যার হালনাগাদ, কারিগরি সহায়তা বা নিরাপত্তা সংশোধনী পাওয়া যাবে না। তবে এর অর্থ এই নয়, ওই সময়ের পর কম্পিউটার বন্ধ হয়ে যাবে। উইন্ডোজ ১০ চালু থাকবে, কিন্তু মাইক্রোসফটের কোনো ধরনের নিরাপত্তা সুরক্ষা আর পাওয়া যাবে না। ফলে সাইবার আক্রমণসহ অন্যান্য নিরাপত্তাঝুঁকির শিকার হওয়ার আশঙ্কা বেড়ে যাবে। যাঁদের কম্পিউটার উইন্ডোজ ১১ সমর্থন করে না, তাঁদের জন্য মাইক্রোসফট পুরোনো কম্পিউটার হালনাগাদ করার পরামর্শ দিয়েছে। এ ছাড়া নতুন কম্পিউটার কেনার কথাও বলা হয়েছে।

উইন্ডোজ ১১ সম্পর্কে মাইক্রোসফট জানিয়েছে, এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে নিরাপদ উইন্ডোজ সংস্করণ। এতে আধুনিক অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল ও উন্নত ইন্টারনেট নিরাপত্তাসহ বিভিন্ন সুরক্ষাব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

যাঁরা আপাতত উইন্ডোজ ১০ ব্যবহার করতে চান, তাঁদের জন্য ফাইল ব্যাকআপ রাখার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি বলছে, উইন্ডোজ ১০ ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীদের প্রয়োজনীয় ফাইল ‘ওনড্রাইভ’-এ ব্যাকআপ রাখা উচিত। ফলে বিভিন্ন যন্ত্র থেকে সহজেই সেগুলো ব্যবহার করা যায়। নিরাপত্তাঝুঁকি কমাতে এক বছর মেয়াদি নিরাপত্তা হালনাগাদ কেনার সুযোগ রেখেছে মাইক্রোসফট। এই হালনাগাদ পেতে ৩০ মার্কিন ডলার ফি দিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ২০১৮ সালের আগে তৈরি বেশির ভাগ কম্পিউটারে উইন্ডোজ ১১ চালানোর জন্য প্রয়োজনীয় ‘টিপিএম ২.

০’ মডিউল নেই। ফলে এসব ডিভাইসে সরাসরি উইন্ডোজ ১১-এ হালনাগাদ করা সম্ভব নয়। অলাভজনক সংস্থা ‘পাবলিক ইন্টারেস্ট রিসার্চ গ্রুপ’ (পিআইআরজি) জানিয়েছে, উইন্ডোজ ১০-এর সমর্থন শেষ হলে প্রায় ১০০ কোটি কম্পিউটার পুরোনো অপারেটিং সিস্টেমে আটকে পড়বে। এ অবস্থায় ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তাঝুঁকি মোকাবিলা করা। বিশ্বব্যাপী এখনো বেশির ভাগ ব্যবহারকারী উইন্ডোজ ১০ ব্যবহার করছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত স্ট্যাট কাউন্টারের তথ্যানুসারে, বিশ্ববাজারে উইন্ডোজ ১০-এর বাজার দখল এখনো ৫৮ শতাংশ। অন্যদিকে উইন্ডোজ ১১-এর বাজার শেয়ার ৩২ শতাংশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর র র পর র জন য

এছাড়াও পড়ুন:

বুটেক্সে আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা, রেজিস্ট্রেশন করুন

দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘টেক্সবিজ ২০২৫’। বুটেক্স বিজনেস ক্লাবের আয়োজনে ব্যবসায় সমস্যার সমাধান বের করা নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের সব বিভাগের শিক্ষার্থীরা। প্রতিযোগিতাটিতে অংশ নিতে প্রতি দলে দুই থেকে চারজন নিয়ে দল গঠন করতে হবে এবং প্রতি দলে কমপক্ষে একজন নারী সদস্য থাকতে হবে। এ ছাড়া ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একসঙ্গে দল গঠন করতে পারবে।

এবার প্রতিযোগিতা চারটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রতিটি দলকে একটি ব্যবসাসংক্রান্ত কেস দেওয়া হবে, যা প্রতিযোগীরা সমাধান করে অনলাইনে জমা দেবে। বিচারকদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা দলগুলোকে পরবর্তী পর্বে সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত দলগুলোকে একটি নির্দিষ্ট ব্যবসায়িক সমস্যা নিয়ে সংক্ষিপ্ত ভিডিও কনটেন্ট তৈরি করতে হবে। তৃতীয় ধাপে একটি নতুন বিজনেস কেস দেওয়া হবে, যার সমাধান বিশ্লেষণ করে বিচারকদের সামনে উপস্থাপন করতে হবে। চূড়ান্ত ধাপে পূর্ববর্তী কেসের বর্ধিত সংস্করণ সমাধান করে তা উপস্থাপন করতে হবে।

চূড়ান্ত পর্ব আয়োজন হবে ২৩ মে, যেখানে সেরা দলগুলোকে পুরষ্কৃত করা হবে। এবার চ্যাম্পিয়ন দল পাবে ৪০ হাজার টাকা পুরস্কার। প্রথম রানারআপ পাবে ২৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপ পাবে ১৫ হাজার টাকা।

এবারের আয়োজন নিয়ে বুটেক্স বিজনেস ক্লাবের সভাপতি আনান সরকার ফিজা বলেন, বুটেক্স বিজনেস ক্লাব সব সময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে। দীর্ঘ ছয় বছর পর আয়োজিত টেক্সবিজের এবারের সংস্করণও তার ব্যতিক্রম নয়। আমরা এমন একটি ইভেন্ট পরিকল্পনা করেছি, যেখানে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ ঘটাতে পারবে। সাধারণ সম্পাদক সোহানুর রহমান বলেন, ‘আমাদের প্রত্যাশা, এ আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তারা অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রমাণের পাশাপাশি বাস্তবিক চ্যালেঞ্জ মোকাবিলা করার অভিজ্ঞতা অর্জন করবে।’

আরও পড়ুনপেছাল গণিত পরীক্ষা, এসএসসি-২০২৫-এর নতুন রুটিন প্রকাশ১৯ মার্চ ২০২৫

রেজিস্ট্রেশন করতে হবে ১৮ এপ্রিলের মধ্যে। রেজিস্ট্রেশন লিংক-

২০১৯ সালের পর এবারের আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতাটি শি-স্টেম, ডাইসিন গ্রুপ, অফিসিনা ও অন্য প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করছে।

আরও পড়ুনপাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ১৭ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (২৫ মার্চ ২০২৫)
  • বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি, পদ ২৭, আবেদন করতে পারবেন যাঁরা
  • ইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • আজ টিভিতে যা দেখবেন (২৪ মার্চ ২০২৫)
  • ‘বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক’ কি শুধু পুরুষেরই অপরাধ
  • আজ টিভিতে যা দেখবেন (২৩ মার্চ ২০২৫)
  • অষ্টম রাউন্ড শেষেও শীর্ষে মিনহাজ-সুবওয়ালটন
  • অক্সফামে ঢাকার বাইরে চাকরি, বছরে বেতন ১৪ লাখ ৬২ হাজার
  • বুটেক্সে আন্তবিশ্ববিদ্যালয় বিজনেস কেস প্রতিযোগিতা, রেজিস্ট্রেশন করুন