নিয়ন্ত্রক সংস্থার আশীর্বাদ ছাড়া দুর্নীতি হতে পারে না: রূপালী চৌধুরী
Published: 23rd, March 2025 GMT
রূপালী হক চৌধুরী বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থার আশীর্বাদ ছাড়া দুর্নীতি হতে পারে না। যেকোনো নিরীক্ষা কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে ঝামেলা থাকলে, তার সনদ বাতিল করতে হবে। আমাদের উদাহরণ সৃষ্টি করতে হবে, যারা এ ধরনের দুর্নীতি করে, তাদের কিছু না কিছু শাস্তি পেতে হবে।’
আজ রোববার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত সিএমজেএফ টক–এ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী এ কথাগুলো বলেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে সিএমজেএফের সভাপতি গোলাম সামদানি ভূঁইয়া সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু আলী।
রূপালী হক চৌধুরী আরও বলেন, ‘আমার নিয়ন্ত্রক সংস্থা এমন হতে হবে, যে দোষ করবে, তাকে শাস্তি দেবে। আপনারা (নিয়ন্ত্রক সংস্থা) কোনো কিছু করলেন না, তাহলে তো ওই লোকগুলো আরও বেশি সুযোগ পেয়ে যাচ্ছে।’
রূপালী হক চৌধুরী আরও বলেন, দেশে অনেক বহুজাতিক কোম্পানি আছে, যারা এখনো পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। পুঁজিবাজারে ভালো কোম্পানির অভাব রয়েছে। এ জন্য দেশি–বিদেশি কোম্পানি পুঁজিবাজারে আসার পথ বা বিনিয়োগ করার পথ আকর্ষণীয় হতে হবে। তালিকাভুক্ত হলে বেশি লাভবান ও সুবিধা পাবে, এমন সুযোগ তৈরি করতে হবে। সুবিধা না পেলে কেন কোম্পানিগুলো আইপিওতে আসবে? ওই প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নেবে। কারণ, ব্যাংকে সুদহার বেশি হলেও ঋণ নেওয়াটা সহজ।
এক প্রশ্নের জবাবে রূপালী চৌধুরী বলেন, বন্দরের চার্জসহ শুল্ক বাড়ানো ঠিক হবে না। এই মুহূর্তে শুল্ক বাড়ানো হলে ব্যবসা–বাণিজ্য কোনো ধরনের মূল্যস্ফীতির চাপ নিতে পারবে না।
.