টেকনাফে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
Published: 23rd, March 2025 GMT
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বিজিবি সদস্য মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল হাসান কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে, শুক্রবার গভীর রাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় টেকনাফে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। এ সময় বিজিবির এক সদস্যসহ নিখোঁজ হন কয়েকজন রোহিঙ্গা। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘‘গত শুক্রবার রাতে সমুদ্রপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় নৌকাটি শনাক্ত করে বিজিবি। বিজিবি সদস্যরা নৌকাটি থামার সংকেত দেন। এ সময় উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় ওই বিজিবি সদস্য নিখোঁজ হয়েছিলেন।’’
তিনি আরো বলেন, ‘‘ঘটনার পরপরই বিজিবি ও স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়। নৌকাডুবির ঘটনায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকিদের উদ্ধারে এখনো অভিযান চলছে।’’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘‘নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছিল। এখনো বেশ কয়েকজন রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’’
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকায় সাগরে ভাসতে দেখেন বিজিবি সদস্যরা। পরে বিজিবি সদস্যরা নৌকাটি থামার সংকেত দেন এবং তাতে ওঠেন। এ সময় উত্তাল সাগরে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়।
স্থানীয় জেলে ও বিজিবি সদস্যরা ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করতে সক্ষম হলেও বেশ কয়েকজন নিখোঁজ হন। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ভাষ্যমতে, ডুবে যাওয়া নৌকাটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল।
ঢাকা/তারেকুর/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ হপর র দ ব প সদস য ঘটন য়
এছাড়াও পড়ুন:
শিক্ষাপ্রতিষ্ঠানে গণহত্যা ও স্বাধীনতা দিবস পালনের নির্দেশ
আজ (২৫ মার্চ) গণহত্যা দিবস এবং আগামীকাল বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবস দুটি যথাযথভাবে পালনের জন্য জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
জাতীয় কর্মসূচির আলোকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।
২৫ মার্চ গণহত্যা দিবসে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্ত বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্য ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজ নিজ সুবিধাজনক সময়েও এই কর্মসূচি পালন করতে পারবে।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠান করতে হবে।
জাতীয় পর্যায়ে রচনা ও আবৃত্তি করা হবে। জাতীয় কর্মসূচির আলোকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে পালনের ব্যবস্থা নেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
ঢাকা/হাসান/ইভা