আগের ম্যাচেই টি-টোয়েন্টির নতুন রেকর্ড গড়ে জিতেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে দলটি ১৬ ওভারের মধ্যে তাড়া করেছিল ২০৪ রান। সেই পাকিস্তানই আজ ২২১ রান তাড়ায় গুটিয়ে গেছে ১০৫ রানে।

ফর্ম ধরে রেখে আরেকটি বড় জয় অথবা লড়াই করে ভালো খেলার ধারাবাহিকতার বদলে পাকিস্তান ম্যাচ হেরেছে ১১৫ রানে। যা মনে করিয়ে দিচ্ছে পাকিস্তান নিয়ে বহুল চর্চিত সেই কথাই—অননুমেয় (আনপ্রেডিক্টেবল)।  

এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচেও হেরেছিল পাকিস্তান। মাউন্ট মঙ্গানুইয়ে আজকের এই হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে পাকিস্তান।

পাকিস্তানের জন্য আজ লক্ষ্য ছিল ২২১ রানের। মানে পাকিস্তানের জন্য ঝোড়ো শুরুর বিকল্প ছিল না। তবে গত ম্যাচে ২০ বলে ৪১ রান করা মোহাম্মদ হারিস আজ আউট হয়েছেন ইনিংসের দ্বিতীয় বলেই। আগের ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া হাসান নেওয়াজ ফিরেছেন ৪ বলে ১ রান করে। অধিনায়ক সালমান আগাও আউট হন ১ রানে।

২ ওভারে ৯ রান তুলতে ৩ উইকেট হারিয়ে পাকিস্তান শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে। পরের দিকের ব্যাটসম্যানেরাও কেউ বড় ইনিংস খেলতে পারেননি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৪৪ রান করেছেন আবদুল সামাদ। তাঁর এই ইনিংসেই ৫৬ রানে ৮ উইকেট হারানো পাকিস্তানের রান ১০০-এর গণ্ডি পার হয়। ইরফান খান করেন ২৪ রান। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ২০ রানে ৪টি এবং জাকারি ফোকস ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড বড় রানের সংগ্রহ গড়ে টপ অর্ডারের সৌজন্যে। টিম সাইফার্টের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ৪.

১ ওভারেই নিউজিল্যান্ড তুলে ফেলে ৫৯ রান। ২২ বলে ৪৪ রান করেন সাইফার্ট। আরেক ওপেনার ফিন অ্যালেন করেন ১৯ বলে ফিফটি। নিউজিল্যান্ডের সংগ্রহটা আরও বড় হতেই পারত। কারণ প্রথম ১০ ওভারে ১৩৪ রান করা নিউজিল্যান্ড শেষ ১০ ওভারে তুলতে পারে ৮৬ রান। হারিস রউফ নিয়েছেন ৩ উইকেট, আবরার আহমেদ ২টি।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ২২০/৬(অ্যালেন ৫০, ব্রেসওয়েল ৪৬; রউফ ৩/২৭, আবরার ২/৪১)
পাকিস্তান: ১৬.২ ওভারে ১০৫/১০ (সামাদ ৪৪, ইরফান ২৪; ডাফি ৪/২০, ফোকস ৩/২৫)
ম্যাচসেরা: ফিন অ্যালেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৪ শতাংশই ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ৫ দশমিক ৯৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৯৪ দশমিক ৭ শতাংশই অকৃতকার্য হয়েছেন।

গতকাল সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা গেছে, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর মোট পাস করেছে ৭ হাজার ৪৩৭ জন। এর মধ্যে বিজ্ঞান থেকে পাস করেছেন ৬ হাজার ৯২২ জন, মানবিক থেকে ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ১২২ জন।

আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে হাতখরচের অর্থ২৩ মার্চ ২০২৫

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে এবার এক হাজার ৮৯৬টি আসনের (বিজ্ঞান ১৮২০, মানবিক ৫১, ব্যবসায়ে শিক্ষা ২৫) বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ৭৭ জন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU SCI ˂roll no˃  টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি  SMS -এ ফলাফল জানা যাবে।

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখ হলো—

ক.

পাস করা ছাত্র/ছাত্রীদের আগামী ২৫ মার্চ বিকেল ৩ টা হতে ১৬ এপ্রিল, বিকেল ৩ টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
খ.

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
গ.

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

আরও পড়ুনইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে২৪ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিভাগগুলো এবং পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ