৫০০ কোটির বেশি সম্পত্তি, ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান কে
Published: 23rd, March 2025 GMT
কপিল শর্মা এ সময়ের ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ানদের একজন। নেটফ্লিক্সের নতুন শো থেকে তিনি পারিশ্রমিকের রেকর্ডও গড়েছেন। তবে ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান কিন্তু তিনি নন। কে তিনি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
আলোচিত এই কমেডিয়ান দক্ষিণি তারকা ব্রহ্মানন্দম। এই তেলেগু অভিনেতাই ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান। ‘কিং অব কমেডি’ নামে সুপরিচিত এই অভিনেতা এখন পর্যন্ত বিভিন্ন ভাষায় এক হাজারের বেশি সিনেমা করেছেন। ভারতীয় গণমাধ্যম ‘ডিএনএ’ ও ‘মানিকন্ট্রোল’-এর হিসাব অনুযায়ী, তিনি ছয় কোটি ডলারের বেশি সম্পদের মালিক, যা ৫০০ কোটি রুপির বেশি।
ব্রহ্মানন্দম যে কেবল কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী তা নয়; অনেক অভিনেতার চেয়ে তাঁর সম্পদের পরিমাণ বেশি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে তাঁর সম্পদ রণবীর কাপুর (৩৫০ কোটি রুপি), প্রভাস (৩০০ কোটি রুপি) এমনকি রজনীকান্তের (৪০০ কোটি রুপি) চেয়েও বেশি।
ব্রহ্মানন্দম। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কম ড য় ন
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফলাফল প্রকাশ, ফেল ১২ শতাংশের বেশি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষের ফলাফল প্রকাশ করা হয়েছে। সারা দেশের ৩৪৪টি কেন্দ্রে ৮৭৬টি কলেজের নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়নসহ মোট ৪ লাখ ৪০ হাজার ৩১৫ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ। ফেল করেছেন ১২ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী।
গতকাল সোমবার রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল ২৪ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হয়। গড় উত্তীর্ণের হার ৮৭ দশমিক ৪৮ শতাংশ। পরীক্ষার্থীর ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সন্ধ্যা সাতটা থেকে পাওয়া যাচ্ছে।
আরও পড়ুনইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তরে প্রয়োজন নেই আইইএলটিএস২ ঘণ্টা আগেপ্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৪ শতাংশই ফেল২৯ মিনিট আগে