আগামী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে‌ছে সরকার।

নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে রবিবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করলো। ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

জরুরি পরিষেবা যেমন-বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। 

হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।

চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে।
জরুরি কাজে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মার্চ) তিন এপ্রিলের ছুটি ঘোষণা সংক্রান্ত প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

আগেই ঈদে টানা পাঁচ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদের আগে-পরেও মিলছে স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। ৩ এপ্রিল সরকা‌রি ছুটি ঘোষণা করায় এবার ঈদে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ (সোমবার) বা ১ এপ্রিল (মঙ্গলবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদুল ফিতর ধরে ঈদের ছুটি ঘোষণা ক‌রে সরকার।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ম র সরক র

এছাড়াও পড়ুন:

প্রতিদিন ৪০-৫০ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে হাঁস-মুরগির ছানা বিক্রি করেন মাহিদুর

প্রতিদিন বাইসাইকেলে ৪০-৫০ কিলোমিটার এলাকা ফেরি করে মুরগি ও পাতিহাঁসের ছানা বিক্রি করেন মাহিদুর (৪২)। এ আয়েই বয়স্ক মা, স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ সাত সদস্যদের সংসার চালান। মাহিদুর জানায়, ফজরের আজানে ঘুম ভাঙার পরপর তাঁর কর্মব্যস্ততা শুরু হয়। আর শেষ হয় রাত ১১টা নাগাদ।

মাহিদুরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খরিয়াল গ্রামে।

চৈত্রের খরদুপুরে বরেন্দ্রভূমির গহিন গ্রাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে ক্ষুদ্র জাতিসত্তার কোলদের বাবুডাইং গ্রামে বসে গত শনিবার কথা হয় মাহিদুরের সঙ্গে। তিনি জানান, ওই এলাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে তাঁর গ্রাম। বিভিন্ন গ্রামে এসব ছানা বিক্রি করতে করতে এ গ্রাম চলে আসেন। আবার বিভিন্ন গ্রামে ফেরি করতে করতে বাড়ির দিকে রওনা হবেন। রাতে বাড়ি থেকে চার কিলোমিটার দূরে মহাজনের বাড়িতে ছুটবেন। সেখান থেকে আবার আগামীকাল বিক্রির জন্য হাঁস-মুরগির ছানা নিয়ে প্লাস্টিকের ঝুড়িতে সাজিয়ে বাড়ি ফিরবেন। মহাজনকে বিক্রির টাকা দিলেই চলে। এ ব্যবসায় কোনো পুঁজি লাগে না।

কথায় কথায় মাহিদুর জানান, প্রায় তিন বছর আগে থেকে এসব ছানা বিক্রি করছেন। এর আগে একটি রিকশাভ্যান কিনে ২০ হাজার টাকা পুঁজি খাটিয়ে প্লাস্টিকের হরেক মাল বিক্রি করতেন। তিন বছর আগে ১৮ বছর বয়সী বড় ছেলে আমগাছ থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। তখন হরেক মালসহ রিকশাভ্যান বিক্রির টাকা দিয়ে ছেলের চিকিৎসা করান। কিন্তু ভালো হয়নি। বাড়িতেই শুয়েবসে ছেলের দিন কাটে। অল্প কিছুদিন থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছোট ছেলেকে রাজমিস্ত্রির জোগালির কাজে পাঠাচ্ছেন। এদিকে একার আয়ে সাতজনের সংসার চলছে না। প্রতিদিন নিজের আয় হয় ৪০০-৫০০ টাকা। এই টাকা দিয়ে চলতে খুব কষ্ট হয়।

বাবুডাইং গ্রামের নারী মাকুয়া কোল টুডু (৫৫) প্রথম আলোকে বলেন, ‘মাঝেমধ্যেই মাহিদুর এ গ্রামে হাঁস–মুরগির ছানা বিক্রি করতে আসে। হামরা কাছ থাকিই কিনি। মাহিদুর বাড়ি বহ্যা দিয়া যায়। হাটের দামেই পাই। হামারঘে ভালোই উপকার হয়। খাটনি থাকি বাঁচিয়া যায়। হাঁস-মুরগি পোষা হয়। পাতিহাঁসের বাচ্চা কিনি ৪০ টাকায়, সোনালি মুরগির বাচ্চা ৫০-৬০ টাকা করি।’

সম্পর্কিত নিবন্ধ