কারান্তরীণ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল‍্যা নজরুল ইসলামকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া তার নামে থাকা দুইটি ফ্ল্যাটসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে । যার বাজার মূল্য এক কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৫৪০ টাকা। একইসঙ্গে তার নামে থাকা ৫৫ লাখ ৪৭ হাজার ৩০৬ টাকার শেয়ার অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে  এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, “পৃথক দুই আবেদনে সাবেক কমিশনার মোল‍্যা নজরুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং শেয়ার অবরুদ্ধের আবেদন করা হয়। আদালত আবেদন দুটি মঞ্জুর করেছেন।”

জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর আফতাব নগরে ১২ লাখ ৮৩ হাজার ৪৬০ টাকা মূল্যের আড়াই কাঠার প্লট, বাড্ডার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে ১৫ লাখ ৮৩ হাজার ৮৮৫ টাকা মূল্যের চার কাঠা প্লট, নারায়ণগঞ্জে পাঁচ লাখ টাকা মূল্যের ৬ দশমিক ৩৫ কাঠা জমি ও রামপুরায় এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ২০০ টাকা মূল্যের দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট রয়েছে। 

আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো.

নাছরুল্লাহ হোসাইন এ দুটি আবেদন করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, মোল্যা নজরুল ইসলাম দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়।  সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

সম্পত্তি জব্দ ও শেয়ার অবরুদ্ধের আবেদনে বলা হয়, মোল্যা নজরুল ইসলাম একজন পাবলিক সার্ভেন্ট হয়ে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৯৪ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে দুদক মামলা করেছে। আসামি তার সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন বলে গোপন সূত্রে জানা যায়। মামলা নিষ্পত্তির পূর্বে এসব স্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। এসব স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করে রিসিভার নিয়োগ করা একান্ত প্রয়োজন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ একাডেমি থেকে মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরের দিন ৯ ফেব্রুয়ারি তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আছেন।

ঢাকা/মামুন/টিপু

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ য় র অবর দ ধ নজর ল ইসল ম র ল ইসল ম দ শত য গ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২৫ মার্চ ২০২৫)

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ।

এশিয়ান কাপ ফুটবল: বাছাইপর্ব

বাংলাদেশ-ভারত
সন্ধ্যা ৭-৩০ মি., টি স্পোর্টস

ঢাকা প্রিমিয়ার লিগ

লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স
সকাল ৯টা, টি স্পোর্টস টিভি ও ইউটিউব

গাজী গ্রুপ-গুলশান
সকাল ৯টা, টি স্পোর্টস টিভি ও ইউটিউব

ব্রাদার্স-পারটেক্স
সকাল ৯টা, টি স্পোর্টস টিভি ও ইউটিউব

আইপিএল

গুজরাট -পাঞ্জাব
রাত ৮টা, স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস টিভি/অ্যাপ

বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব: ইউরোপ

মলদোভা-এস্তোনিয়া
রাত ১১টা, সনি স্পোর্টস ২

উত্তর মেসিডোনিয়া-ওয়েলস
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ১

ইসরায়েল-নরওয়ে
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ২

জিব্রাল্টার-চেক প্রজাতন্ত্র
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ৫

বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব: আফ্রিকা

নাইজেরিয়া-জিম্বাবুয়ে
রাত ১০টা, ফিফা প্লাস ওয়েবসাইট

বেনিন-দক্ষিণ আফ্রিকা
রাত ১০টা, ফিফা প্লাস ওয়েবসাইট

ক্যামেরুন-লিবিয়া
রাত ১টা, ফিফা প্লাস ওয়েবসাইট

মিসর-সিয়েরা লিওন
রাত ১টা, ফিফা প্লাস ওয়েবসাইট

আলজেরিয়া-মোজাম্বিক
রাত ৩টা, ফিফা প্লাস ওয়েবসাইট

সেনেগাল-টোগো
রাত ৩টা, ফিফা প্লাস ওয়েবসাইট

মরক্কো-তানজানিয়া
রাত ৩-৩০ মি., ফিফা প্লাস ওয়েবসাইট

সম্পর্কিত নিবন্ধ