গাজীপুরে বসতবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ওই একই ঘরের বিছানায় তাঁর স্ত্রী ও ৪ বছরের মেয়ের লাশ পড়ে ছিল। গতকাল শনিবার রাতে নগরের গোবিন্দবাড়ি দেওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন নাজমুল ইসলাম (২৯), তাঁর স্ত্রী খাদিজা আক্তার (২২) ও মেয়ে নাদিয়া আক্তার (৪)। নাজমুল টাঙ্গাইলের সখীপুর উপজেলার শুলাপ্রতিমা গ্রামের আবুর ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে গাজীপুর নগরের গোবিন্দবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।

এলাকাবাসী ও নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, অনেক দিন ধরেই নানা বিষয় নিয়ে নাজমুল ও খাদিজার মধ্যে কলহ চলছিল। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হতো। গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাঁরা নিজ ঘরে গিয়ে শুয়ে পড়েন। সকাল হয়ে গেলেও তাঁরা ঘুম থেকে উঠছিলেন না। সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের লোকজন তাঁদের ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা ঘরের পেছন দিকের জানালার ফাঁক দিয়ে দেখেন নাজমুলের লাশ ঝুলছে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে আছে।

খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে তিনজনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে স্ত্রী ও শিশুসন্তানকে শ্বাস রোধ করে বা অন্য কোনো উপায়ে হত্যা করেছেন ওই স্বামী। পরে স্ত্রীর একটি ওড়না গলায় পেঁচিয়ে স্বামী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীদের সেবায় ছাত্রদল

শেরপুর জেলা শহরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে শেরপুর জেলা ছাত্রদল। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে জেলা শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে ছাত্রদল এ কার্যক্রম পরিচালনা করে।

এ সময় সড়কের যান চলাচল স্বাভাবিক রাখা, অভিভাবকদের তীব্র গরম থেকে স্বস্তি দিতে ছায়ায় বসার ব্যবস্থা করে সংগঠনটি। এছাড়াও মোবাইল, ব্যাগ ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র জমা রাখাসহ বিভিন্ন ধরনের সেবা দিয়েছে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ। এ সময় সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক ও শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক শারদুল ইসলাম মুরাদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক নাট্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিনালসহ জেলা ছাত্রদলের অধীনস্থ শহর, থানা ও কলেজ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

তিয়ানশির জালে কুমিল্লার শিক্ষার্থীরা, স্বপ্ন দেখিয়ে প্রতারণা

কুয়েটের ৫ হলের তালা ভাঙলেন শিক্ষার্থীরা, ভিসির পদত্যাগের একদফা

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল বলেন, সারা দেশে গরম পড়ছে। এতে এসএসসি পরীক্ষার্থীরা গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনায় তাদের কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার জন্য পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। কেন্দ্রের বাইরে অবস্থান নেওয়া অভিভাবকদের বসার ব্যবস্থা, তাদের পানি ও খাবার স্যালাইন দেওয়া হয়।

ঢাকা/তারিকুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ