বার্সেলোনা ১৫৮২০০০—১৪৮০০০০ রিয়াল মাদ্রিদ।

আর যাই হোক, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের নামের পাশে সাত অঙ্কের সংখ্যা দেখে কেউ এটিকে দুই দলের ম্যাচের ফল কিংবা এখন পর্যন্ত মুখোমুখি দেখায় গোলসংখ্যা ভাববেন না। এক দলের বিপক্ষে এতগুলো গোল আসলে কস্মিনকালও সম্ভব নয়।

তবে পাশাপাশি যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছেন, সেখানে বার্সেলোনা রিয়ালের চেয়ে ঢের এগিয়ে। কীসে? অডিও ভিজুয়াল এবং ডিজিটাল পরামর্শ সংস্থা ‘বার্লোভেন্তো কমিউনিকেসিওন’-এর নতুন প্রতিবেদন বলছে, লা লিগার চলতি মৌসুমে সবচেয়ে জনপ্রিয় দল বার্সেলোনা।

টিভি দর্শকসংখ্যায় লা লিগা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ফুটবল লিগ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বার্সেলোনার ম্যাচ কতজন দেখে, রিয়ালেরই বা কত

বার্সেলোনা ১৫৮২০০০—১৪৮০০০০ রিয়াল মাদ্রিদ।

আর যাই হোক, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের নামের পাশে সাত অঙ্কের সংখ্যা দেখে কেউ এটিকে দুই দলের ম্যাচের ফল কিংবা এখন পর্যন্ত মুখোমুখি দেখায় গোলসংখ্যা ভাববেন না। এক দলের বিপক্ষে এতগুলো গোল আসলে কস্মিনকালও সম্ভব নয়।

তবে পাশাপাশি যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছেন, সেখানে বার্সেলোনা রিয়ালের চেয়ে ঢের এগিয়ে। কীসে? অডিও ভিজুয়াল এবং ডিজিটাল পরামর্শ সংস্থা ‘বার্লোভেন্তো কমিউনিকেসিওন’-এর নতুন প্রতিবেদন বলছে, লা লিগার চলতি মৌসুমে সবচেয়ে জনপ্রিয় দল বার্সেলোনা।

টিভি দর্শকসংখ্যায় লা লিগা বিশ্বের দ্বিতীয় শীর্ষ ফুটবল লিগ

সম্পর্কিত নিবন্ধ