গাজীপুরের পূবাইলে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালক হানিফ মিয়া (৩৫) ও যাত্রী সাহেদ সাব্বির (২৫) নামে দুইজন নিহত হয়েছেন।
রবিবার (২৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় ঘটনাটি ঘটে। পূবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
নিহত হানিফ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরবাদ গ্রামের বাসিন্দা। ইজিবাইকের যাত্রী সাব্বির একই থানাধীন মাজুখান গ্রামের বাসিন্দা।
আরো পড়ুন:
যশোরের সড়কে যুবকের মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত এক
এলাকাবাসী জানান, সকালে টঙ্গীগামী একটি দ্রুত গতির ট্রাক পূবাইলগামী ব্যাটারচালিত ইজিবাইককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
ওসি আমিরুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধারে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/রফিক/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত দ র ঘটন
এছাড়াও পড়ুন:
ক্যানসারের সঙ্গে আবার লড়াই, তাহিরা প্রস্তুত ‘৩.০’ নিয়ে
জীবনযুদ্ধে আবার তাহিরা কশ্যপ। ক্যানসারের মতো ব্যাধির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে জীবনের মূল স্রোতে ফেরার লক্ষ্যে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা। সম্প্রতি এক পোস্টের মাধ্যমে তাহিরা নিজের জীবন ও কাজে ফেরার কথা জানিয়েছেন।
কিছুদিন আগে লেখক ও পরিচালক তাহিরা কশ্যপ জানিয়েছিলেন যে আবার স্তন ক্যানসার তাঁর জীবনে ফিরে এসেছে। ক্যানসারের সঙ্গে দ্বিতীয়বার যুদ্ধে নেমেছেন এই তারকা-পত্নী। এবারও তাহিরা তাঁর মনোবল হারাননি এবং ‘৩.০’ নাম দিয়ে তিনি তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ইনস্টাগ্রামে ‘লাইফ আপডেট’ শীর্ষক এক আবেগপ্রবণ পোস্টে তাহিরা লিখেছেন, ‘চ্যালেঞ্জ ও সবার আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই। এই কঠিন সময় না এলে আমি ভালোবাসাকে উপলব্ধি করতে পারতাম না। আমাকে আরও উন্নত করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’
আবার কাজে ও জীবনের দৌড়ে ফিরতে পেরে দারুণ খুশি তাহিরা। এই পোস্টে তিনি তাঁর ল্যাপটপের স্ক্রিনের ছবি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।
আরও পড়ুনসংসার ভাঙতে চেয়েছিলেন তাহিরা!১৮ মে ২০১৯স্ত্রী তাহিরা কাশ্যপের সঙ্গে আয়ুষ্মান খুরানা