স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড
Published: 23rd, March 2025 GMT
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে পৃথক দুই ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে আবদুল মালেকের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, আসামি আবদুল মালেক দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। তিনি তাঁর জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর তুরাগ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, জাল টাকাসহ র্যাবের হাতে গ্রেপ্তার হন মালেক। তার বিরুদ্ধে তুরাগ থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর দুটি ধারায় তাকে ১৫ বছর করে মোট ৩০ বছর কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালত।
এদিকে তার বিরুদ্ধে দুদকের আরেক মামলার রায় ঘোষণার জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স থ বর
এছাড়াও পড়ুন:
কান উৎসবে টম ক্রুজের চূড়ান্ত মিশন
বছর পেরিয়ে আবারও শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। এবার ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ মে, ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ১৪ মে লাল গালিচা হয়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হাজির হবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। এদিন তাঁর নতুন সিনেমা ‘মিশন: ইমপসিবল– দ্য ফাইনাল রেকনিং’-এর অফিশিয়াল স্ক্রিনিং হবে।
এ আয়োজনে টমের সঙ্গে থাকবেন পরিচালক ও চিত্রনাট্যকার ক্রিস্টোফার ম্যাককোয়ারি এবং পুরো টিম। এটি হবে টমের তৃতীয় কান সফর। প্রথমবার তিনি এসেছিলেন ১৯৯২ সালে, রন হাওয়ার্ডের ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’ নিয়ে। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে টম কানে ফিরেছিলেন ‘টপ গান: ম্যাভরিক’ নিয়ে। সেই সফর ছিল একেবারে স্মরণীয়। তখন তাঁকে প্রদান করা হয়েছিল গৌরবসূচক পাম দ’র।
জানা গেছে, প্রায় তিন দশকের অ্যাকশন, স্টান্ট আর ষড়যন্ত্রের চূড়ান্ত সমাপ্তি হতে চলেছে ‘মিশন: ইমপসিবল– দ্য ফাইনাল রেকনিং’ সিনেমার মাধ্যমে। এবারের পর্বে আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রেইমস, সায়মন পেগ, এসাই মোরালেস, পম ক্লেমেন্টিয়েফ, হেনরি জার্নি, মারিয়েলা গ্যারিগা, অ্যাঞ্জেলা ব্যাসেট প্রমুখ। ছবিটি ফ্রান্সে মুক্তি পাচ্ছে ২১ মে আর যুক্তরাষ্ট্রে ২৩ মে।
এদিকে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে রবার্ট ডি নিরোকে সম্মানসূচক পাম দ’র প্রদান করা হবে। পাম দ’র প্রাপ্তির ঘোষণা পেয়ে ডি নিরো বলেন, ‘কান উৎসবের প্রতি আমার গভীর অনুভব রয়েছে। এখন, যখন বিশ্ব নানা বিভাজনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন কান আমাদের একত্রিত করে– গল্পকার, চলচ্চিত্র নির্মাতা, দর্শক ও বন্ধুদের। এটা যেন ঘরে ফেরার মতো।’
২০২৫ সালে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র, যেগুলোর মধ্যে রয়েছে বিখ্যাত নির্মাতাদের নতুন কাজ, পাশাপাশি বেশ কিছু নতুন নির্মাতার অভিষেক চলচ্চিত্র।
ফরাসি নির্মাতা এমিলি বোনিনের ‘লিভ ওয়ান ডে’ সিনেমার প্রদর্শনী দিয়ে শুরু হবে উৎসব। ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফোনিশিয়ান স্কিম’, রিচার্ড লিংকলেটারের ‘নুভেল ভ্যাগ’, অ্যারি অ্যাস্টারের ‘এডিংটন’সহ অনেক জনপ্রিয় পরিচালিত সিনেমা এবার অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। কানের ডেলিগেট জেনারেল থিয়েরি ফ্রেমো ও সভাপতি আইরিশ নব্লোচ গতকাল এক সংবাদ সম্মেলনে এ বছরের লাইনআপ ঘোষণা করেন। ভিয়েতনাম যুদ্ধের পটভূমিতে নির্মিত ‘দ্য মাস্টারমাইন্ড’ নিয়ে কানে ফিরছেন কেলি রিচার্ড।
২০২১ সালে কান জয়ের পর এবার ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমা নিয়ে উৎসবে ফিরছেন নির্মাতা জোয়াকিন ট্রায়ার। ইরানি পরিচালক জাফর পানাহিও এবার কানে আসছেন তাঁর নতুন সিনেমা ‘আ সিম্পল অ্যাকসিডেন্ট’ নিয়ে। দু’বারের পাম ডি’অরজয়ী ডার্ডেন ব্রাদার্সকে পাওয়া যাবে তাদের নতুন সিনেমা ‘ইয়াং মাদারস’ নিয়ে। দক্ষিণ আফ্রিকার নির্মাতা অলিভার হারমানাস ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’ দিয়ে এবারই প্রথম কানে পা রাখবেন।
২০২১ সালে স্বর্ণপামজয়ী নির্মাতা জুলিয়া ডুকোরনাউ নিয়ে আসছেন ‘আলফা’ সিনেমা। এ ছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’– প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।