চট্টগ্রামে বিভিন্ন ব্র্যান্ডের ৬৩ হাজার ৮০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে হাটহাজারীর আমানবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে এসব সিগারেট উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন শওকত আকবর ও মো. বাদশা। তাঁদের দুজনেরই বাড়ি রাঙামাটি জেলায়। তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি সিগারেট বহনে নিয়োজিত পিকআপ ভ্যানটিও জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ভারত থেকে অবৈধভাবে এসব সিগারেট বাংলাদেশে আনা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো.

রাসেল প্রথম আলোকে বলেন, সিগারেট উদ্ধারের ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার হওয়া সিগারেট ও জব্দ করা পিকআপ ভ্যানটি হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য সারওয়ার দিনাজপুরে গ্রেপ্তার

দিনাজপুরে আত্মগোপনে থাকা গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলা শহরের ঈদগাহ আবাসিক এলাকায় বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন বলেন, শাহ সারোয়ার কবিরের আত্মগোপনে থাকার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি ১ মার্চ থেকে দিনাজপুরে তার বোনের বাড়িতে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় দুটি মামলা আছে। তাকে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তর করাত প্রক্রিয়াধীন। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গত ৪ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় করা মামলার পলাতক আসামি সাবেক এমপি শাহ সরোয়ার কবির। গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধায় আনার পর সদর থানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

শাহ সারোয়ার কবির গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। 

সম্পর্কিত নিবন্ধ