চীনে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Published: 23rd, March 2025 GMT
চীনের গুয়াংডং প্রদেশের শেনজেন শহরের স্থানীয় এক হোটেলে শনিবার (২২ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহত্তর চীন শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ছাত্রনেতা মো. ওয়ালী উল্লাহের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর চীন শাখা বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো.
আলোচনায় সভায় বক্তব্য রাখেন শেখ মাহবুবুর রশীদ, মো. আসিফ হক রুপু, মো. হাসমত আলী মৃধা জেমস, এস এম আল-আমিন, মো. সালাউদ্দিন রিক্তা, মনোয়ার বায়েজীদসহ আরো অনেক নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানের সভাপতি মো. সাখাওয়াত হোসেন কানন জিয়া পরিবারের জন্য দোয়া কামনা করে বলেন, তারা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের কর্মী। তার আদর্শে, সততা, নিষ্ঠা এবং ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তিকে মানুষের সেবায় নিয়োজিত করতে হবে।
আসিফ হক রুপু চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এবং দেশের স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে চীন শাখার নেতাকর্মীদের এক সাথে কাজ করতে হবে।
চীনের বিভিন্ন শহরে বসবাসরত বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ইফত র
এছাড়াও পড়ুন:
১২ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি তিশার
‘নাটক, সিনেমার কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম, ১২ বছর বিটিভির কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি। বিটিভির কাজ একটা নির্দিষ্ট সময় পর পর করতে হয়। তাদের নিজস্ব অনুষ্ঠানের নির্ধারিত সময় থাকে। তবে বিষয়টি মোটেও এমন না যে আমার কাছে প্রস্তাব আসেনি। কয়েকবার প্রস্তাব পেয়েছি, কিন্তু ব্যাটে–বলে মিলে নাই বলে করা সম্ভব হয়নি।’ বলছিলেন নুসরাত ইমরোজ তিশা। দীর্ঘ বিরতির পর তাঁর বাংলাদেশ টেলিভিশনে ফেরার কথা তো শিরোনাম দেখেই বুঝে গেছেন।
নুসরাত ইমরোজ তিশা