প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এই পরিবর্তনের একটি বড় অংশ। বিশ্বাস ও প্রযুক্তির সংমিশ্রণ, দেখিয়ে দিচ্ছে যে, এআই কীভাবে পবিত্র রমজান মাস পালনের ধরনকে বদলে দিচ্ছে। ইতিহাস বলছে, প্রতিটি প্রযুক্তিগত পরিবর্তন রমজানের ওপর ভিন্নভাবে প্রভাব ফেলেছে। একসময় রেডিও ধর্মীয় বাণী ঘরে পৌঁছে দিত, টেলিভিশন নিয়ে আসে বিশেষ রমজান প্রোগ্রাম, আর সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্বব্যাপী রোজাদারদের সংযুক্ত করেছে। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এই বিবর্তনের পরবর্তী ধাপ।

 বদলে দেওয়ার আশঙ্কা কেন

কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ভার্সনগুলো ব্যাপকভাবে মানুষের ব্যক্তিগত জীবন ও কর্মতৎপরতা বিশ্লেষণ করে, আমাদের ভাষার প্রতিটি টোন, সামাজিক মাধ্যমের ক্লিক, এমনকি ভিউ বা পরিদর্শন ব্যাপকভাবে অ্যালগরিদমে যুক্ত হয়ে যাচ্ছে। ফলে এআই-চালিত বিশ্লেষণ ব্যবহার করে হাইপার-পারসোনালাইজড বিজ্ঞাপন তৈরি করা, ভোক্তার আচরণ পূর্বানুমান করা এবং লক্ষ্যভিত্তিক প্রচারণা চালানোর মাধ্যমে রমজানকে বাণিজ্যিকীকরণের ঝুঁকি রয়েছে।

আরও পড়ুনঈদের দিনের আমল১০ এপ্রিল ২০২৪

যেভাবে ব্যবহৃত হচ্ছে এআই

 এআই-এর প্রভাব সবচেয়ে বেশি কাজ করছে বিজ্ঞাপনের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে ব্র্যান্ড ও ভোক্তাদের সম্পৃক্ততার ধরন জেনে ব্যক্তিগত কেনাকাটায় এমনসব কনটেন্ট তৈরি করে দিচ্ছে এআই, যা আগে এতটা সূক্ষ্মভাবে সম্ভব ছিল না। এআই-চালিত কনটেন্ট এখন বিভিন্ন শিল্প-উদ্যোক্তাদের মাধ্যমে ‘ডিজিটাল রমজান’ বাস্তবতা নিয়ে এসেছে।

 এ ছাড়া এআই ব্যবহার করে ভার্চুয়াল ইফতার নিমন্ত্রণপত্র তৈরি করা, আবার দান-সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে মানুষের জাকাত দেওয়ার সর্বোত্তম উপায় সুপারিশ করছে এআই। যেহেতু আমরা প্রযুক্তিকে অতিমাত্রায় বিশ্বাস করছি, ফলে তার দেওয়া সুপারিশ ইসলামিক পণ্ডিতদের সুপারিশের তুলনায় বেশি মানবিক মনে হতে পারে।

আরও পড়ুনচাঁদরাত ও ঈদের দিনের আমল২১ এপ্রিল ২০২৩

 এফএমসিজি ও সৌন্দর্য খাতে পরিবর্তন

 দ্রুত বিক্রীত ভোগ্যপণ্য শিল্প বিশ্বব্যাপী এআই গ্রহণে নেতৃত্ব দিচ্ছে। ব্যবহার করে বাজার সম্প্রসারণ, প্রিমিয়াম ব্র্যান্ডিং ও বিক্রয় বৃদ্ধির জন্য এআই ব্যবহার করা হচ্ছে। এআই-চালিত অনুভূতি বিশ্লেষণ ও পূর্বাভাসমূলক বিশ্লেষণের মাধ্যমে ব্র্যান্ডগুলো এমন গল্প তৈরি করতে পারে, যা ভোক্তাদের পূর্বেকার আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে রমজানের প্রচারণায় সাংস্কৃতিক অভিনবত্বের জন্য আমরা আরও বেশি করে এআই নির্ভর হয়ে পড়তে পারি।

 ২০২৫ সালে এআই-নির্ভর অতি-ব্যক্তিগতকৃত বিপণন আরও বেশি প্রচলিত হবে। রমজানে ব্র্যান্ড ও ভোক্তাদের সংযোগ তৈরির জন্য দানশীলতা, সহনশীলতা ও পরিবারের মূল্যবোধ এনে ‘ইমোশনাল মার্কেটিং’ কৌশল স্থান পাবে; যাতে ধর্মীয় নির্দেশনায় যেই আধ্যাত্মিকতার কথা বলা হয়, তা বাদ দিয়ে বরং মানুষের নিজস্ব অভ্যাসগত মূল্যবোধকে বেশি অনুসরণ করার সম্ভাবনা থাকবে।

আরও পড়ুনরমজানে ৬টি অভ্যাস১০ মার্চ ২০২৫

কী করা উচিত

 ব্র্যান্ড ও ভোক্তা উভয়কে এটির প্রভাব সম্পর্কে সতর্ক হতে হবে। ব্র্যান্ডগুলোকে অবশ্যই চিন্তাশীল, শ্রদ্ধাশীল ও ব্যক্তিগতকৃত কৌশল গ্রহণ করতে হবে, যাতে এআই ধর্মীয় ঐতিহ্যকে ব্যাহত না করে বরং সমৃদ্ধ করে। ব্যবসাগুলোকে নিশ্চিত করতে হবে যে, এআই-চালিত বিপণন ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকে। অন্যদিকে, ভোক্তাদেরও সিদ্ধান্ত নিতে হবে যে তারা রমজানে কতটা প্রযুক্তি অন্তর্ভুক্ত করতে চায়।

  সূত্র: ক্যাম্পেইন এশিয়া

আরও পড়ুনরোজার নিয়ত কখন করবেন১০ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর এআই চ ল ত রমজ ন

এছাড়াও পড়ুন:

লেডি বাইকার এশার টার্গেট ছিল বিত্তশালীর স্ত্রী-মেয়ে: পুলিশ 

আলোচিত লেডি বাইকার এশা। যার পুরো নাম ইরিন জাহান এশা। তিনি ও তার চক্রের প্রধান টার্গেট ছিল বিত্তবান ও প্রভাবশালী পরিবারের মেয়ে বা স্ত্রী। তাদের মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে নিজ আয়ত্বে এনে পরিবারের কাছ থেকে বড় অঙ্কের মুক্তিপণ দাবি করতেন এই চক্রের সদস্যরা। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে। 

এক তরুণীকে নির্যাতনের অভিযোগে রবিবার (২৩ মার্চ) দুপুরে গ্রেপ্তার লেডি বাইকার এশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লেডি বাইকার এশা ছাড়াও তার ভাই মো. খালিদ হাসানকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন।

সোনাডাঙ্গা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‍“বাইকার এশা একটি মেয়েকে বিভিন্ন সময়ে মাদক সেবন করাতেন। গত শনিবার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়লে ওই মেয়ের পরিবার তাকে অ্যাম্বুলেন্সযোগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। এসময় এশাসহ কয়েকজন অ্যাম্বুলেন্স থামিয়ে মেয়েটিকে টানাহেঁচড়া করেন। একপর্যায়ে ওই মেয়েটি আঘাত পান। পরে শিববাড়ি মোড় এলাকায় ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। সাহরির সময় এশাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আরো পড়ুন:

হিলিতে তেলের লরি খাদে পড়ে নিহত ২

চট্টগ্রামে কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ২

তিনি আরো বলেন, “প্রাথমিকভাবে তদন্ত করে জানা গেছে, এশাসহ তার চক্রের সদস্যরা প্রফেশনালভাবে প্রভাবশালীর মেয়ে বা স্ত্রীকে টার্গেট করে। তাদের সঙ্গে বিভিন্নভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। পরে তাদের মাদক সেবনসহ অনৈতিক কাজে লিপ্ত করে এবং ভুক্তভোগীদের নিজ আয়ত্বে এনে পরিবারের কাছে বড় অঙ্কের টাকা দাবি করে।”

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই তরুণীর বাবা ফ্রান্স প্রবাসী। ১০ বছর ফ্রান্সে থাকাকালীন এশা মামলার বাদীর মেয়ের (১৭) সঙ্গে বান্ধবী সুলভ আচরণ করে দীর্ঘদিন ধরে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে নেশায় আসক্ত করে ফেলে। তিনি বিভিন্ন সময় তার বাসায় ওই তরুণীকে ডেকে নিয়ে মাদকদ্রব্য সেবন করাতেন। তরুণীর বাবা এশাকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তিনি নিষেধ অমান্য করে ওই তরুণীকে ডেকে নিয়ে যেতেন। বাদীর মেয়ে অতিরিক্ত নেশাদ্রব্য সেবন করে তাদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতেন। এমনকি মাদক সেবন করতে না পারলে বিভিন্ন সময় তিনি বাসার জিনিসপত্র ভাঙচুর করতেন। এ কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হতো।

বাদী নিরুপায় হয়ে গত শনিবার (২২ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে আত্মীয়-স্বজনের সহায়তায় মেয়েকে অ্যাম্বুলেন্সে করে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। লেডি বাইকার এশাসহ অন্যান্য আসামিরা বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে তাদের অনুসরণ করতে থাকেন। রাত সোয়া ১২টার দিকে বাংলাদেশ বেতার ভবনের সামনে পৌঁছালে আসামিরা অ্যাম্বুলেন্সের গতিরোধ করেন। এসময় তারা জোর করে অ্যাম্বুলেন্সের মধ্যে প্রবেশ করে বাদীর মেয়ের হাত ও কাপড় ধরে টানাহেঁচড়া করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

অ্যাম্বুলেন্সের চালক গাড়িটি চালিয়ে নগরীর শিববাড়ি মোড়ে পৌঁছান। এসময় গাড়ির ভেতরেই ছিলেন এশা ও তার ভাই। সেখানে বাদীর চিৎকার শুনে নৌ-বাহিনীর সদস্যরা এগিয়ে এসে আসামিদের ও বাদী এবং তার মেয়েকে হেফাজতে নেয়। এরপর নৌ-বাহিনীর সদস্যরা ঘটনার বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানাকে অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। নৌ-বাহিনীর সদস্যরা আসামিদের পুলিশের কাছে হস্তাস্তর করে এবং মেয়েকে বাদীর কাছে বুঝিয়ে দেন। 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবন্ধীকে লাথি মারার অভিযোগ, অপসারণের দাবিতে মানববন্ধন
  • লেডি বাইকার এশার টার্গেট ছিল বিত্তশালীর স্ত্রী-মেয়ে: পুলিশ 
  • রমজানে অধীনস্থদের সঙ্গে কেমন আচরণ করবেন