বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক গ্রেপ্তার
Published: 23rd, March 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে সিলেট সদর উপজেলার হাউসা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগরের শাহপরান (রহ.) থানা পুলিশ। আক্তার হোসেন সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সমকালকে জানিয়েছেন, শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের এক কর্মী বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুর ১২টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়েছে।
গত বছরের ডিসেম্বরে ২৭৩ সদস্যের সিলেট জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আহ্বায়ক করা হয় আক্তার হোসেনকে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পল্টনে রান্নার সময় চুলায় পড়ে মা দগ্ধ, বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন মেয়েও
রাজধানীর পল্টন এলাকার কালভার্ট সড়কের একটি বাসায় রান্না করার সময় চুলায় পড়ে হোসনে আরা (৬৩) নামের এক নারী দগ্ধ হয়েছেন। তাঁকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন তাঁর মেয়ে তাসলিমা সুলতানাও (৩৪)।
আজ সোমবার দুপুরে এ ঘটনার পর মা ও মেয়েকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান প্রথম আলোকে বলেন, হোসনে আরার শরীরের ৮৮ শতাংশ এবং তাঁর মেয়ে তাসলিমা সুলতানার শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে।
চিকিৎসকেরা জানান, হোসনে আরা আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত।