এসএসসি-২০২৫ : বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
Published: 23rd, March 2025 GMT
এসএসসি পরীক্ষায় বাংলা ১ম পত্র বিষয়ে ভালো নম্বর পাওয়ার কিছু কৌশল আছে। কীভাবে পাবে, তা জেনে নাও। সৃজনশীল প্রশ্নপদ্ধতি যেহেতু একটি বিশেষ ধরনের পরীক্ষাপদ্ধতি, এর উত্তর লেখার কৌশলও বিশেষ ধরনের। তাই উত্তর হবে সুনির্দিষ্ট, পরিমিত ও প্রাসঙ্গিক।
*৭টি প্রশ্নের উত্তর লিখতে হবে—বাংলা ১ম পত্র সিলেবাস থেকে নির্ধারিত সৃজনশীল প্রশ্ন থাকবে ১৫টি গদ্য থেকে ৪টি, নির্ধারিত ১৫টি কবিতা থেকে ৩টি এবং উপন্যাস ও নাটক থেকে ২টি করে মোট ১১টি। উত্তর লিখতে হবে গদ্য থেকে কমপক্ষে ২টি, কবিতা থেকে কমপক্ষে ২টি এবং উপন্যাস ও নাটক থেকে কমপক্ষে ১টি করে মোট ৭টি প্রশ্নের।
*প্রতিটি উত্তর লেখার সময়—পরীক্ষায় তুমি ১১টি সৃজনশীল প্রশ্ন থেকে মোট ৭টি প্রশ্নের উত্তর লিখতে সময় পাবে ২ ঘণ্টা ৩০ মিনিট। অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য পাবে সাড়ে ২১ মিনিট। কাজেই সুনির্দিষ্ট ও পরিমিত উত্তর লেখা ছাড়া ভালোভাবে সম্পূর্ণ উত্তর লেখা শেষ করা সম্ভব নয়।
#একটি সৃজনশীল প্রশ্ন ও তার নমুনা উত্তর কীভাবে লিখবে, তা দেওয়া হলো। মনে করো, ‘মমতাদি’ গল্প থেকে একটি উদ্দীপক—
দৃশ্য-১:পরীক্ষার ফি ও তিন মাসের বেতন বাকি পড়ায় ক্লাসের সবার সামনে আসামির মতো দাঁড়াতে হলো শেফালিকে। সহপাঠীদের বক্রচাহনি তার বুকে তিরের মতো বিঁধতে লাগল। তার মনে হলো—‘ধরণি দ্বিধা হও।’ আর তখনই শেফালি সিদ্ধান্ত নিল—কারও বাসায় কাজ করে হলেও বেতন পরিশোধ করে লেখাপড়া চালিয়ে যাবে।
আরও পড়ুনতথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের প্রযুক্তি-অধ্যায় ১, চতুর্থ অংশ। এসএসসি পরীক্ষা-২০২৫২১ মার্চ ২০২৫দৃশ্য-২:শেফালি তার প্রত্যাশামতো কাজ পায় সায়েম সাহেবের বাসায়। কাজের ফাঁকে ফাঁকে সে সায়েম সাহেবের ছোট মেয়ে সীমার কাছে লেখাপড়া করে, নানা বিষয়ে গল্পগুজব করে। এমনিভাবে তাদের মধ্যে গভীর সখ্য গড়ে ওঠে। সীমার দাদি এতে খুব খুশি হন। কিন্তু খুশি হন না মিসেস সায়েম। তিনি এ নিয়ে মাঝেমধ্যেই শেফালিকে বকাঝকা করতেন এবং সীমাকে ওর সঙ্গে মিশতে নিষেধ করতেন। সর্বশেষ যেদিন মিসেস সায়েম এ নিয়ে শেফালির গায়ে হাত তুললেন, সেদিনই সবার অজান্তে নিরুদ্দেশ হলো শেফালি।
ক.
খ. ‘গুরু নিন্দা বাঁচাতে মিথ্যা বলা’—কথাটির দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. দৃশ্য-১-এ শেফালির মধ্যে ‘মমতাদি’ গল্পের মমতাদির যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো।
ঘ. শেফালির করুণ পরিণতি রোধে ‘মমতাদি’ গল্পের শিক্ষা সায়েম পরিবারের সবার ক্ষেত্রে প্রযোজ্য বলে তুমি মনে করো কি? যুক্তি দাও।
জ্ঞানমূলক অংশ—
ক. জ্ঞানমূলক প্রশ্ন ছিল—‘মমতাদি’ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর উত্তরে তোমরা হয়তো লিখবে—‘মমতাদি’ গল্পটি ‘সরীসৃপ’ নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এ উত্তরটি আমরা ‘সরীসৃপ’ এই একটিমাত্র শব্দেও দিতে পারি। একটি পূর্ণ বাক্য লেখার দরকার নেই। এই প্রশ্নের উত্তরেই ৭ থেকে ৮টি শব্দ লেখার সময় বাঁচাতে পারি। এভাবে ৭টি সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নের উত্তরেই অনেকগুলো শব্দ লেখার সময় বাঁচানো সম্ভব।
—পূর্ণ বাক্য না লিখলেও তুমি এখানে পূর্ণ ১ নম্বরই পাবে। তবে এ ক্ষেত্রে মনে রাখতে হবে—জ্ঞানমূলক প্রশ্নে যে তথ্যটি জানতে চাওয়া হয়েছে, সেটির বানান ভুল করলে উত্তর কাটা যাবে এবং শূন্য পাবে।
এসএসসি পরীক্ষাউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৫ এপ্রিল ২০২৫)
উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগ আজ। আইপিএল ও পিএসএলে আছে একটি করে ম্যাচ।মেয়েদের বিশ্বকাপ বাছাই
বাংলাদেশ–স্কটল্যান্ড
বিকেল ৩টা, আইসিসি ডট টিভি ও স্পোর্টজেডএক্স অ্যাপ
বসুন্ধরা কিংস–রহমতগঞ্জ
দুপুর ২–৪৫ মি., টি স্পোর্টস
পাঞ্জাব কিংস–কলকাতা নাইট রাইডার্স
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
করাচি কিংস–লাহোর কালান্দার্স
রাত ৯টা, নাগরিক টিভি, পিটিভি স্পোর্টস ও সনি স্পোর্টস টেন ৫
বরুসিয়া ডর্টমুন্ড–বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
অ্যাস্টন ভিলা–পিএসজি
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১