ভারত–ম্যাচে নায়ক, এরপর খলনায়ক: আবার ভারতকে পেয়ে নায়ক হতে চান সাদ
Published: 23rd, March 2025 GMT
বাংলাদেশের ফুটবলে সাদ উদ্দিন নামটা এলেই অনেকের চোখে ভাসে সেই দৃশ্যটা। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে ২০১৯ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি–কিকে সাদের উড়ন্ত হেডে স্তব্ধ হয়ে গিয়েছিল গ্যালারি।
৪২ মিনিটের গোলে পাওয়া এই অগ্রগামিতা ৮৮ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটা জিততে না পারলেও ওই হেড সাদকে রাতারাতি বাংলাদেশের ফুটবলে তারকা বানিয়ে দেয়।
মাঝে তিনটি আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষকে পেনাল্টি দিয়ে সিলেটের এই ফুটবলার হয়েছেন খলনায়কও। সেই সাদের সামনে আবারও নায়ক হওয়ার সুযোগ। ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে গোল করতে পারলে সেটি হবে তাঁর জীবনের সেরা প্রাপ্তিগুলোর একটি।
সে কথা গতকাল শিলংয়ের জওহরলাল স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে প্রথম আলোর এক প্রশ্নে বললেনও তিনি, ‘ইনশা আল্লাহ সুযোগ পেলে অবশ্যই গোল করে দলকে জেতাতে চাই।’
কিন্তু জিততে হলে যেমন অনুকূল পরিবেশ পেতে হয়, ২০১৯ সালে তা কলকাতায় পেয়েছিল বাংলাদেশ। সেবার নিজেদের মনমতো অনুশীলন করা গেছে। পছন্দনীয় ঘাসের মাঠ পেয়েছেন ফুটবলাররা।
কিন্তু এবার শিলং এসে প্রথম দুদিনে অনুশীলন মাঠ নিয়ে বাংলাদেশ দলে রয়েছে অসন্তোষ। সেটা উল্লেখ করে সাদ বললেন, ‘২০১৯ সালে সল্টলেকে ম্যাচের আগে এমন সমস্যা ছিল না। সুযোগ–সুবিধা ভালো ছিল। ভালো মাঠে অনুশীলন করেছি। কিন্তু এবার যা অবস্থা, এটা আমাদের জন্য ভালো নয়। আমরা জানতাম এমন সমস্যার মুখোমুখি হব। তবে আমরা মানসিকভাবে তৈরি। এবার আমাদের জিততে হবে। জয়ের মানসিকতা নিয়েই আমরা এখানে এসেছি।’
আরও পড়ুনহামজা আসলে কতটা ভালো, কী বলছেন তাঁর বাংলাদেশ-সতীর্থ১ ঘণ্টা আগেসাদ যখন কথাগুলো বলছিলেন, মনে পড়েছিল ২০১৯–পরবর্তী সময়ে ভিন্ন কারণে তাঁর আলোচনায় আসার সেই দিনগুলো। ২০২১ মালদ্বীপ সাফে নেপালের সঙ্গে জিতলে যেখানে ফাইনালে উঠবে বাংলাদেশ—ম্যাচের একেবারে শেষ দিকে বক্সে তাঁর ফাউলে পিছিয়ে থাকা নেপাল পেনাল্টিতে ১–১ করে। বাংলাদেশ আর ফাইনালে উঠতে পারেনি।
ওই বছরই শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করলে ফাইনালে উঠত বাংলাদেশ, সেই ম্যাচে ৯০তম মিনিটে বক্সে বল লাগে সাদের হাতে। পেনাল্টিতে গোল করে স্বাগতিক দল ২–১ গোলে জিতে ফাইনালে উঠে যায়।
বাংলাদেশ দলের অনুশীলনে সাদ উদ্দিন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এল ক্লাসিকো জিতে রিয়ালের ইতিহাস, মানসিকভাবে বিপর্যস্ত বার্সা
‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’—এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর বার্সেলোনার খেলোয়াড়েরা এমনটা বলতেই পারেন। তবে সেই খেলোয়াড় এরপর যা বললেন সেটিকে আপনার বাড়াবাড়ি মনে হতেই পারে। সেই খেলোয়াড় এরপর বললেন, ‘লেভান্তের কাছে ঘরের মাঠে হারের পর সেদিন যেমন লেগেছিল, আজ তেমন খারাপই লাগছে। তবে এটাই খেলা; হারবেন, জিতবেন কিংবা ড্র করবেন। সব সময় জিতবেনই, এমন কোনো নিশ্চয়তা তো নেই।’
রিয়ালের কাছে হারের পর লেভান্তের কাছে হারার অনুভূতি! না, ওই খেলোয়াড় বাড়াবাড়ি কিছু বলেননি। খেলাটা যখন মেয়েদের ফুটবল, আর এটাই যখন রিয়ালের কাছে প্রথম হার—বার্সেলোনা মেয়েদের দলের ব্যালন ডি’অর জয়ী তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস এমন কিছুই তো বলবেন।
কেন? মেয়েদের এল ক্লাসিকোতে এর আগে ১৮ বার খেলে ১৮ বারই জিতেছিল বার্সা। ১৯ বারের চেষ্টায় আজই প্রথম সেই বার্সাকে হারাল রিয়াল। ছেলেদের ফুটবলের মতো মেয়েদের ফুটবলেও বার্সা পরাশক্তি। তবে রিয়ালের জন্য ব্যাপারটা তেমন নয়। বার্সার তুলনায় মেয়েদের ফুটবলে রিয়ালকে শিশুই বলতে হয়।
মেয়েদের ফুটবলে বার্সার জন্ম ১৯৭০ সালে। রিয়ালের এই সেদিন ২০২০ সালে। সেটিও ২০১৪ সালে প্রতিষ্ঠিত সিডি তাকোন নামের একটি ক্লাবকে অধিগ্রহণ করে। বার্সার মেয়েরা ইউরোপসেরা হয়েছে তিনবার, লা লিগা জিতেছে রেকর্ড নয়বার। মেয়েদের লা লিগায় সর্বশেষ পাঁচবারের চ্যাম্পিয়নের নামটাও বার্সা।
তাই আজ ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে মেয়েদের লা লিগায় রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে নিজেদের অঘটনের শিকারই ভাবছে বার্সা। এই হারের পরও অবশ্য রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ আছে বার্সা। রিয়াল আছে দুইয়ে।
আরও পড়ুনভক্তের মুখের ওপর উদ্যাপন করতে চান রোনালদো ২ ঘণ্টা আগেমেয়েদের লা লিগায় ঝলমলে ইতিহাস থাকলেও এবার খুব একটা ভালো যাচ্ছে না বার্সার। গতবারের ট্রেবলজয়ীরা লা লিগায় টানা ৪৬ ম্যাচ অপরাজিত থাকার পর গত ফেব্রুয়ারিতে লেভান্তের কাছে হেরেছে। ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বার্সার মেয়েদের সেটিই ছিল প্রথম হার। পুতেয়াস উদাহরণ দিতে লেভান্তের সেই ম্যাচের কথাই তো টানবেন।
রিয়ালকে আজ বিরতির ঠিক আগে এগিয়ে দেয় আলবা রেদোনদো। ৬৭ মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন সমতা এনে দেন বার্সাকে। এরপর হানা ফার্নান্দেজ রিয়ালের জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। ৮৭ মিনিটে ক্যারোলিন উইয়ারের গোলে আবার এগিয়ে যায় রিয়াল। স্কটিশ ফরোয়ার্ড পরে যোগ করা সময়ে আরেকটি গোল করে ব্যবধানটা ৩-১ করেন।
আরও পড়ুন২০২৬ বিশ্বকাপে খেলতে হলে কী করতে হবে, নেইমারকে বলে দিলেন রোনালদো ৪ ঘণ্টা আগে