নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি (৪৫) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

রবিবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে ফতুল্লার কোতালেরবাগ এলাকার রেল লাইনের পাশের সড়কে ঘটনাটি ঘটে।

নিহত ইসহাক মিঝি চাঁদপুর জেলার মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড় এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি শফিক নামে এক ব্যক্তির মালিকানাধীন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আরো পড়ুন:

বগুড়ায় কবিরাজকে ‘কুপিয়ে’ হত্যা

পাবনায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক 

আটক ব্যক্তির নাম সোহরাব হাওলাদার (৪০)। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালি থানার বাহেরচর গ্রামের মৃত আতাহার হাওলাদারের ছেলে। ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর ৪টার দিকে এক নারীর চিৎকারে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। ৩-৪ জন ব্যক্তি ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করছেন। এর মধ্যে একজনকে ধাওয়া করে ধরে ফেলেন এলাকাবাসী। বাকিরা পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‍“নিহতের ভাগ্নে শরিফ মরদেহ শনাক্ত করেছেন। নিহতের পকেট থেকে নগদ ৮ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। ইজিবাইকটির মালিক শফিকও যানটি শনাক্ত করেছেন।”

তিনি আরো বলেন, “এ ঘটনায় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঢাকা/অনিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য আটক

এছাড়াও পড়ুন:

৫ নয় ৫০ বছর থাকুন, আগে নির্বাচিত হয়ে আসুন : রাজীব

ফতুল্লায় বিএনপির সমাবেশে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, আজ অনেকে হাই তুলছে এ সরকারকে ৫ বছর থাকতে হবে।

৫ নয় ৫০ বছর থাকুন। আগে নির্বাচিত হয়ে আসুন। ফ্যাসিস্টদের সময় আমলারা এভাবেই বলত শেখ হাসিনার সরকার আরও বেশি দরকার। সেই প্রচার করে তারা দেশকে লুটেপুটে খেয়েছে। 

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ঐতিহাসিক ডিআইটি মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি তার  বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় রাজীব ইসরায়েলী হামলার তীব্র নিন্দা বলেন, দুসময়ে রাজপ্রাসাদে থাকা নেতার ভালো কথার চেয়ে দুসময়ে রাজপথে থেকে আন্দোলন করা কর্মীর অভিমান আমার কাছে বেশী দামি। 

আমার নেতা তারেক রহমান বলেছেন সবার আগে দেশ ও দেশের মানুষ। বিএনপি সেই রাজনীতিই করে। আমাদের একমাত্র নেতা তারেক রহমান আর আমরা সবাই দায়িত্বশীল। আজকে প্রয়োজনে দায়িত্ব দিয়েছেন, আবার দায়িত্ব থেকে সরিয়েও দিতে পারেন। দায়িত্ব পেয়ে কেউ অহমিকা করবেন না। কোন নেতার কারনে দলের বিন্দু পরিমান ক্ষতি হলে তাকে ছাড় নয়। 

তিনি বলেন, আমাদের মতো নেতাদের ২/৩ মাসের বেশী জেল খাটতে হয়নি। কিন্তু আমাদের নেত্রী বছরের পর বছর জেল খেটেছেন। এমন নেত্রীর বদনাম কেউ করবেন সেটা মেনে নেবো না। 

সমাবেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ভূইয়া  জেলা ছাত্রলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে দুই সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
  • ফতুল্লায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা : স্বামী আটক
  • নিপীড়িত মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে : জব্বার   
  • আড়াই বছর পর নারায়ণগঞ্জের জাকির খান কারামুক্ত, শোডাউন
  • নারায়ণগঞ্জে ছাত্রদলের সাবেক নেতা জাকির কারামুক্ত, গাড়িবহর নিয়ে অনুসারীদের বরণ
  • নারায়ণগঞ্জে দু’টি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর, আটক ৪৫
  • পরিকল্পনাতেই নেই ওভারপাস
  • ফতুল্লার পানি ও মাদকের সমস্যার সমাধান করবে বিএনপি : দিপু ভূঁইয়া
  • ৫ নয় ৫০ বছর থাকুন, আগে নির্বাচিত হয়ে আসুন : রাজীব
  • পিটিয়ে হত্যার পর মরদেহ গুম, আসামির দেখানো জায়গায় মাটি খুঁড়ে উদ্ধার