মুহূর্তটা শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিলে কিংবা ম্যাচের ফলে প্রভাব ফেললে হয়তো আরও আলোচনা হতো। কিন্তু তেমন কিছু না হওয়ায় জল বেশি দূর গড়ায়নি। তারপরও ক্রিকেটপ্রেমীদের কৌতূহল তো আছেই।

কোন মুহূর্তের কথা বলা হচ্ছে, শিরোনাম পড়েই নিশ্চয় বুঝতে পারছেন। ঘটনাটা গতকাল রাতে কলকাতা নাইট রাইডার্স–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে আইপিএলের উদ্বোধনী ম্যাচের।

নিজেদের মাঠ ইডেন গার্ডেনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল কলকাতা। ইনিংসের তখন অষ্টম ওভার চলছে। কলকাতার ওপেনার সুনীল নারাইন ১৬ বলে ১৮ রানে ব্যাট করছিলেন। বেঙ্গালুরুর পেসার রাসিখ সালাম চতুর্থ বলটা করেছিলেন শট লেংথের এবং অফ স্টাম্পের খানিকটা বাইরে। নারাইন তা খেলার চেষ্টা করেননি। বল চলে যায় উইকেটকিপার জিতেশ শর্মার গ্লাভসে। উচ্চতার কারণে বলটি নারাইনের নাগালের বাইরে দিয়ে চলে গেছে মনে হওয়ায় লেগ আম্পায়ার সেটিকে ওয়াইড দেন।

ঠিক সেই সময় নারাইনের ব্যাট স্টাম্পে লেগে একটি বেল পড়ে যায়। স্টাম্প ও বেলের জিং লাইটও জ্বলে ওঠে। বেঙ্গালুরুর বেশির ভাগ ফিল্ডারের তা দৃষ্টিগোচর হয়নি। কিন্তু টিম ডেভিড ও বিরাট কোহলি ব্যাপারটি টের পেয়ে হিট আউটের জন্য মৃদু আবেদন করেন। কিন্তু আম্পায়ার সাড়া দেননি।

নারইন তাঁর ব্যাট দিয়ে স্টাম্পের বেল ফেলার আগে লেগ আম্পায়ার ওয়াইড দেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ইন

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা

বাংলা নবর্বষকে স্বাগত জানিয়ে ১৪৩২ এর আগমনে "নববর্ষের ঐকতান ফ্যাসিবেদের অবসান" এই স্লোগান নিয়েই নারায়ণগঞ্জ জেলা বিএনপি শহরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা করা হয়েছে। 

সোমবার (১৪ এপ্রিল) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। 

এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বৈশাখী শোভাযাত্রার বর্ণাঢ্য র‌্যালিকে সফল করতে জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা বাংলার ঐতিহ্যের বহনকারী সাজ সজ্জায় এবং প্লে কার্ড নিয়ে হাজির হয়। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সদস্য রিয়াদ মোহাম্মদ চৌধুরী, শহীদুল ইসলাম টিটু, আনোয়ার সাদাত সায়েম, মোশারফ হোসেন, এড. মাহফুজুর রহমান হুমায়ূন, রহিমা শরীফ মায়া, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিবসহ জেলা বিএনপি'র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
 

সম্পর্কিত নিবন্ধ